মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeবিনোদন১১ বছরের মেয়ে আদালতে শুনে হতবাক হন অনেকে, সেই আরাধ্যাই মাকে আঁকড়ে...

১১ বছরের মেয়ে আদালতে শুনে হতবাক হন অনেকে, সেই আরাধ্যাই মাকে আঁকড়ে ধরল ক্যামেরা দেখে

পোন্নিয়ন সেলভান টুয়ের মুক্তির আগে ক্যামেরাবন্দি হয়ে গেলেন মা মেয়ে। বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা গেল আলোকচিত্রীদের। আমরা কথা বলছি বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন এবং তার একমাত্র কন্যা আরাধ্যাকে নিয়ে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে আবার মা-মেয়েকে কোথায় চললেন। তাঁরা চললেন হায়দ্রাবাদ। ঐশ্বর্য রাই বচ্চন নিজের ছবির প্রচারে, যার সঙ্গী হলেন মেয়ে আরাধ্যা। পোন্নিয়ন সেলভানের শুটিং ফ্লোরেও দেখা গিয়েছে ১১ বছরের মেয়ে আরাধ্যাকে। শুটিংয়ের ফাঁকে মা মেয়ের আদর নজর কেড়েছে সকলেরই। এবার একে অপরের হাত ধরাধরি করে ঢুকলেন বিমানবন্দরে।

ঐশ্বর্য রাই বচ্চনের পরনে ছিল হাঁটু পর্যন্ত চেইন লাগানো একটি কালো পোশাক সঙ্গে কালো লেগিংন্স আর মেরুন রঙের ব্যাগ। অপরদিকে মেয়ে আরাধ্যার পরনে ছিল নীল জিন্স ও গোলাপি সোয়েটার। তার সাথে ম্যাচ করে মাথায় গোলাপি রঙের হেয়ার ব্যান্ড। বিমানবন্দরে ঢোকার ঠিক আগে ক্যামেরার লেন্সের বন্দী হয়ে ভাইরাল হয়ে উঠলেন তাঁরা। তারকা সন্তানদের মতো আরাধ্যাও ক্যামেরার মুখোমুখি হতে অস্বস্তিতে পড়েন না। তবে এদিন বেশ লজ্জা পেতে দেখা গেল তাঁকে । এমনকি আলোকচিত্রীদের হ্যালোটিও বলল মাকে আঁকড়ে ধরেই। তবে এই আরাধ্যা শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ভুয়ো খবর সংবাদমাধ্যমে রটেছিল তা নিয়ে উপযুক্ত পদক্ষেপও গ্রহণ করেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি তাদের বিরুদ্ধে মামলা করেন যে মামলার রায় গত ২২ তারিখে বেরিয়েছে। তাতে নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলিকে নিষিদ্ধ করার কথা।

আগামী দিনে সেই ইউটিউব চ্যানেলগুলোর মালিকগুলিকেও খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন আদালত। তবে প্রায়শই মেয়ে আরাধ্যাকে মা ঐশ্বর্য রাই নজরে রাখেন কারণ তিনি আরাধ্যাকে এক মুহূর্তে নিজের চোখের আড়াল করতে চান না কারণ আরাধ্যাই তাঁর সব বলেই দাবি করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। মা মেয়ের এই অনবদ্য জুটি এভাবেই ভাইরাল হতে থাকুক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments