বড়ই অকপট সুম্বুল তৌকি। তাঁর বক্তব্য ঘিরে আবারো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া। বেশ পরিচিত মুখ তিনি। আমরা তাঁকে দেখেছি বিগ বস সিজন১৬ সেটে, যেখানে তিনি তাঁর জীবনের গল্প শুনিয়েছিলেন। মাত্র পাঁচ বছর বয়সে মাকে হারান। বাবাই তাঁর বাবা এবং মা উভয়ের ভূমিকা পালন করেছেন। তাই বাবার সাথে তাঁর সম্পর্কটা একটু অন্যরকম, বড়ই সহজ। বাবা কোনদিন তাদের মায়ের অভাব বুঝতে দেননি। এমনকি তিনি একজন পুরুষ হয়ে কন্যা সন্তানের বয়ঃসন্ধিকালের পরিস্থিতির সামলেছেন অনায়াসেই। সেই গল্প শুনেছি আমরা সুম্বুল তৌকির গলায়।
তিনি আরো বলেন, তিনি যখন রজঃস্বলা হলেন সমস্ত বিষয়টি পুঙ্খানুপু বুঝিয়ে দিয়েছিলেন তাঁর বাবাই, যে কারণে তাঁর বাবা ছাড়া জীবনে আর কোন সাহচার্য বা পরামর্শ প্রয়োজন পড়েনি। বাড়িতে কোন মহিলা না থাকার অসুবিধা তিনি ছোট থেকে কখনো বোঝেননি। সুম্বুল তৌকি ও তাঁর ছোট বোনকে পরম যত্নে মানুষ করেছে তাঁর বাবা। সকালে ঘুম থেকে তোলা, প্রাতঃরাশ বানানো এবং দুই মেয়েকে স্কুলের জন্য তৈরি করা সমস্ত কিছুই হাসিমুখে করেছেন তাদের বাবা, যে কারণে মায়ের অভাব তারা কখনোই বোঝেন নি।
তবে বাবার পাশাপাশি জীবনে আরও বেশি শক্তিশালী হতে সাহায্য করেছেন বিগ বস রিয়েলিটি শো। এমন কথাই স্বীকার করে নিয়েছেন সুম্বুল। তিনি বলেন মানসিকর দিক থেকে আরও বেশি শক্তিশালী হয়েছেন তিনি। বিগ বসে অংশগ্রহণ করে অনেক বেশি বর্তমানে শান্ত ও সমাহিত মন নিয়ে জীবন যাপন করছেন তিনি। বিগ বসের প্রভাবও তাঁর জীবনে যথেষ্ট চাপ ফেলেছে।