চলছে শীতকাল। অনেকের হাত, পা, ঠোঁট ফাটছে। ক্রিম মেখে রাস্তায় বেরালেও ত্বক হয়ে পড়ছে শুষ্ক ও জেল্লাহীন। এই পরিস্থিতিতে মুখে ব্যবহার করে দেখতে পারেন ফেসিয়াল মিস্ট। এই তরলটি ত্বককে দ্রুত আর্দ্রতা জোগাতে সাহায্য করে। ফেসিয়াল মিস্টের স্প্রে খুবই আরামদায়ক এবং ত্বকের জন্যও খুব উপকারী। যদিও গরমকালে ঘেমে যাওয়া মুখে এর শীতল স্পর্শ বেশ স্বস্তি দেয়, তবে শীতের দিনে এই ফেসিয়াল মিস্টের উপকারিতা যথেষ্ট। মূলত মুখের শুষ্কতা কাটাতে ক্রিম মেখে বাইরে বেরোনোর কয়েক ঘণ্টা পরই যখন ত্বক জেল্লাহীন মনে হয়, তখনই একবার ফেসিয়াল মিস্ট মুখে স্প্রে করলেই ত্বক হয়ে ওঠে উজ্জ্বল।
এটি ব্যবহারে নেই কোনোপ্রকার ঝক্কি। বোতলে ভরা তরলটি মুখে স্প্রে করে নিলেই কাজ শেষ, এতে মোছামুছির দরকার পড়ে না একেবারেই। এরপর তরলটিকে ত্বকে শুকোতে দিতে হয়। শীতকালে ফেসিয়াল মিস্ট ব্যবহারের ক্ষেত্রে বেছে নিতে পারেন নারকেল তেল, ভিটামিন সি কিংবা এমন ধরনের উপাদান, যা ত্বককে বাড়তি আর্দ্রতা জোগায়। মার্কেটে নানান কোম্পানীর মিস্ট পাওয়া গেলেও ত্বকের ধরন অনুযায়ী আপনি খুব সহজেই তা বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক তবে।
চালের জল
ত্বক কিংবা চুলের যত্ন নিতে চালের জল খুব উপকারী। চিন, জাপানে চালের জল দিয়ে রূপচর্চা করা বেশ জনপ্রিয়। এটি বানাতে প্রথমে চাল ধুয়ে সেটিকে কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে তাতে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণটি বোতলে ভরে মিস্ট হিসাবে ব্যবহার করতে পারেন অনায়াসে। তবে বলে রাখি আপনাকে ময়েশ্চারাইজার এবং ক্রিম ব্যবহার করতেই হবে, আর এর পাশাপাশিএই মিস্ট ব্যবহার করলে আপনার ত্বক শুষ্ক হবে না।
নারকেল তেল এবং অ্যালো ভেরা
নারকেল তেল এবং অ্যালো ভেরা দিয়ে তৈরি ফেসিয়াল মিস্ট, শুষ্ক ত্বকের জন্য বিশেষ কার্যকর। এটি বানাতে প্রথমে ১ চামচ অ্যালো ভেরা এবং নারকেল তেলকে আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে সারা দিনে দুই বার ব্যবহার করলে উপকার পাবেন।
ভিটামিন সি
ত্বকের জেল্লা বজায় রাখতে এবং ত্বককে টানটান করতে ভিটামিন সি খুব কার্যকর। এটি ত্বকের আর্দ্রতা জোগাতে সহায়তা করে। এটি বানাতে প্রথমে এক কাপ জবাফুলের চায়ে ১টি কিংবা ২টি ভিটামিন সি এর ক্যাপসুলে থাকা তরল মিশিয়ে ওই মিশ্রণটিকে একটি বোতলে ভরে সেটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এরপর বাইরে বেরোনোর সময় সেইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বেন। যখনই মনে করবেন সেই ফেসিয়াল মিস্টটি ব্যবহার করতে পারেন।