পদ্মাপাড়ের একজন বিখ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয় করেছেন বহু নাটকে। শুধু দেশেই নয় এদেশেও রয়েছে তার ভক্ত। যদিও বড় পর্দায় এখনো পর্যন্ত পাননি কোনো সুযোগ। তবে এবার তার ভাগ্যের চানি খুলেছে। সুযোগ পেয়েছেন এপার বাংলার সিনেমায় অভিনয় করার। প্রতিম ডি গুপ্তের ‘চালচিত্র’ সিনেমার মাধ্যমে টলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন অপূর্ব। এই সিনেমাটি আজ অর্থাৎ ২০শে ডিসেম্বর মুক্তি পেয়েছে।
আজ কলকাতায় আসবার কথা ছিল অভিনেতার, কিন্তু তা আর হলো না। বাংলাদেশে চলছে তোলপাড় কাণ্ড। চলতি বছরের জুলাই মাসের পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল ঘটেছে ওপার বাংলার। তবে, এখনও অব্যাহত রয়েছে দুই দেশের শিল্প ও সংস্কৃতির বিচরণ। জানিয়ে রাখি, বাংলাদেশের নতুন সরকার গঠনের পর ভারতে, চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল। সেই সময় চঞ্চল নিজের সিনেমার মুক্তিতে উপস্থিত থাকতে পারেননি। আর এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো অপূর্বের ক্ষেত্রে।
জানা গেছে যে, প্রায়শই নাকি সেখানকার তারকাদের হুমকি দেওয়া হচ্ছে। তাই আসার সব বন্দোবস্ত হওয়া সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারলেন না অপূর্ব। কয়েক দিন আগেই একটি সিরিজ়ের শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন অভিনেতা অপূর্ব। এরপর তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। ছয় দিন আগে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন। আজ অভিনেতা ভারতে না আস্তে পারায় কয়েক ঘণ্টা আগে সিনেমাটির মুক্তি নিয়ে লিখেছেন। তিনি স্পষ্টই জানিয়েছিলেন ভারতে আসার ভিসাও তিনি পেয়ে গেছিলেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতির জেরে তার ভারতে আসা হলো না।