বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeবিনোদনপুরনো বিবাদ মিটিয়ে কর্ণ জোহরের সঙ্গে কাজ করতে চান কঙ্গনা

পুরনো বিবাদ মিটিয়ে কর্ণ জোহরের সঙ্গে কাজ করতে চান কঙ্গনা

একেবারে আদায় কাঁচকলায় সম্পর্কে রয়েছে বিখ্যাত বলিউড পরিচালক কর্ণ জোহরের সঙ্গে বিখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতের। পরস্পরকে একাধিক বার বাক্যবাণে বিদ্ধ করেছেন তারা। একসঙ্গে কোথাও দেখা যায়নি তাদের। ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে অতিথি হিসাবে গিয়ে অভিনেত্রী সামনে বসেই কর্ণকে কটাক্ষ করেছিলেন। আসলে ২০১৭ সালে ‘কফি উইথ কর্ণ’ নামক অনুষ্ঠানে কর্ণকে ‘মুভি মাফিয়া’ আখ্যা দিয়েছিলেন অভিনেত্রী। এমনই ২০২৩ সালে কর্ণ পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ সিনেমা নিয়েও কটাক্ষ করেছিলেন কঙ্গনা।

 

অভিনেত্রী বলেছিলেন, “কর্ণ জোহর, আপনার লজ্জা হওয়া উচিত একই সিনেমা নবম বার তৈরি করার জন্য। নিজেকে ভারতীয় চলচ্চিত্রের ধারক ও বাহক মনে করেন আর এই ভাবে এই দুনিয়াকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন? এই ভাবে অর্থের অপচয় করবেন না। এবার আপনি অবসর নিন আর নতুন প্রজন্মের পরিচালকদের নতুন ধরনের সিনেমা তৈরি করতে দিন।” তবে এত কটাক্ষের পর আজ হঠাৎ আক্ষেপ হচ্ছে কঙ্গনার। এখন তিনি নাকি কর্ণের সঙ্গে কাজ করতে আগ্রহী। কর্ণকে ‘স্যর’ বলেও সম্বোধন করেছেন অভিনেত্রী।

তিনি বলেন, “দুঃখের সঙ্গেই বলছি, আমার সঙ্গে কর্ণ স্যরের একটি সিনেমাতে কাজ করা উচিত। ওনার জন্য ভালো চরিত্রই রাখব আমি। ভালো সিনেমাতেই ওনাকে কাজ দেব। অবশ্যই এই সিনেমাতে শাশুড়ি-বৌমার ঝগড়াঝাঁটি দেখানো হবে না। সঠিক সিনেমাতে সঠিক চরিত্র পাবেন তিনি।” তবে নেটাগরিকের দাবি, কঙ্গনা আসলে কর্ণ জোহরকে কটাক্ষ করতেই এমন বাঁকা মন্তব্য করেছেন। এমনকি কঙ্গনা এবং কর্ণ জোহরের সম্পর্কের সমীকরণে কোনোরকম বদল আসার সম্ভাবনা নেই বলেই মনে করছেন নেটিজেনরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments