শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
Homeবিদেশভারতীয় পূজারির ৬ বছরের জেল সিঙ্গাপুরে, মন্দিরের ১২ কোটি টাকার গয়না বেআইনি...

ভারতীয় পূজারির ৬ বছরের জেল সিঙ্গাপুরে, মন্দিরের ১২ কোটি টাকার গয়না বেআইনি ভাবে বন্ধক

নিয়ম ভেঙ্গে মন্দিরের কোষাগার থেকে ঠাকুরের গয়না বন্ধক দেয়ার অভিযোগ উঠল এক মন্দিরের পূজারীর ওপর। এইরকম ঘটনা ঘটেছে সিঙ্গাপুরে। এই অপরাধের জন্য ইতিমধ্যেই আদালতের তরফ থেকে ওই পুরোহিতকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পূজারীকে ছয় বছরের জেলের সাজা দেওয়া হলো।

বৃহস্পতিবার ওই পুরোহিতকে দোষী সাব্যস্ত করে দেশের আদালত এই রায় ঘোষণা করেছে। একটি সংবাদ মাধ্যমে তরফ থেকে জানা গেছে যে, ওই পুরোহিতের নাম কান্দস্বামী সেনাপতি। ওই পুরোহিত ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চায়না টাউন এলাকায় শ্রী মরিয়ায়াম্নান মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত ছিলেন ।

সেই সময় মন্দিরের নিয়ম ভেঙ্গে দিয়ে তিনি মন্দিরের কোষাগার থেকে প্রায় ১৫ লক্ষ ডলার যা ভারতীয় ১২ কোটি টাকা মূল্যের গয়না বন্ধক দেন। এরপরেই এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরে মন্দিরের পরিচালন সমিতি হিন্দু এনডাউমেন্ট বোর্ড তাকে ইস্তফার নির্দেশ দেন। ওই পুরোহিতকে ২০২০ সালের ৩০ শে মার্চ এ পূজারির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

ওই পুরোহিতের বিরুদ্ধে ইস্তফার আগে আদালতে ফৌজদারি মামলা শুরু হয়। ওই পুরোহিত নিজের আত্মপক্ষ সমর্থনে আদালতকে তিনি জানিয়েছিলেন, তিনি তার ক্যান্সার আক্রান্ত বন্ধুর চিকিৎসার জন্যই এই কাজ করেছেন। তিনি এই মন্দিরের সাথে সাথে আরো কিছু মন্দির এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। কিন্তু তার এই যুক্তি আদালতে খাটেনি। আদালতে তাকে অপরাধমূলক আস্থাভঙ্গের দায়েই দোষী সাব্যস্ত করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments