এখনকার সব থেকে বড় খবর গত ৩৫ দিন ধরে চলে আসা দিল্লির যন্তর মন্তরের ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছিলেন কুস্তিগীর বিনাশ ফোগট ও সাক্ষী মালিক। আমরা সকলেই জানি কুস্তিগীরদের ধর্না চলছিল দিল্লির যন্ত্রর মন্তরে। তবে এতদিন পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোন কেউই তাদের পাশে দাঁড়ায় নি।
গত ২৩ এপ্রিল এই ধর্ণা শুরু হয়েছিল সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ স্মরণ সিংহের বিরুদ্ধে যে হেনস্তা হয়েছিল তার প্রতিবাদে। এতদিন ধরে চুপ থাকার পর অবশেষে দেখা মিলল দীনেশ ফোগট ও সাক্ষী মালিকের। অবশেষে এই সমস্ত কুস্তিগীরদের সমর্থন করতে দেখা গিয়েছে বিজেপি দুই সাংসদ বিজেন্দ্র সিংহ প্রীতম মুন্ডে।
প্রীতম হলেন পেশায় চিকিৎসক। তার সাথে সাথে তিনি মহারাষ্ট্রের বিড়ের মহিলা সাংসদও বটে। তিনি একজন মহিলা হিসেবে এই হেনস্থা মেনে নিতে পারছেন না বলেই জানিয়েছেন। তিনি বলেন এ বিষয়ে তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা না হলে গণতন্ত্র পক্ষে প্রশ্ন উঠতে পারে। তবে কুস্তিগীরদের ধর্নাতে অস্বস্তিতে রয়েছে হরিয়ানা বিজেপির নেতৃত্ব কারণ লোকসভা নির্বাচনের পরেই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। ফলে এই প্রসঙ্গে দ্রুত মীমাংসা না হলে অশনি সংকেত দেখতে পাচ্ছেন তাঁরা। তবে এহেন ঘটনার তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস তৃণমূল থেকে শুরু করে আম আদমি পার্টি সিপিএমের মত বিরোধী দলগুলি। এমনকি দিল্লি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তাঁরা। আগামী দিনে তবে কী এক বৃহত্তর আন্দোলন দেখতে চলেছি আমরা তা নিয়েই রয়েছে নানান জল্পনা।