বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeবিদেশকিয়ারা থেকে ট্রাভিস হেড এই বছর সবচেয়ে বেশি ‘সার্চড’ হয়েছেন কারা? জানা...

কিয়ারা থেকে ট্রাভিস হেড এই বছর সবচেয়ে বেশি ‘সার্চড’ হয়েছেন কারা? জানা বিস্তারিত

দেখতে দেখতে শেষ হতে চললো ফের আরো একটা বছর। নতুন বছরের অপেক্ষায় প্রহর গুণছে বিশ্ব। কিন্তু জানেন কি ভারতে বছরভর কাকে নিয়ে ছিল সবচেয়ে বেশি উন্মাদনা? কে ছিলেন কৌতুহলের কেন্দ্রে? চলতি বছরে কার বিষয়ে জানতে গুগলে সবচেয় বেশি ঢুঁ দিয়েছে দেশবাসী? ২০২৩-এর শেষ লগ্নে এসে এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া অনেকেই৷ আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

কিয়ারা আডবাণী : তালিকার শীর্ষে রয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। চলতি বছর ফেব্রুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধেন এই অভিনেত্রী। ভারতে ট্রেন্ডিং ব্যক্তিত্বের তালিকায় সবার আগে থাকার পাশাপাশি বিশ্বজুড়ে ট্রেন্ড করার তালিকাতেও  জায়গা করে নিয়েছেন তিনি।

শুভমন গিল : তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার শুভমন গিলের নাম। ব্যাট হাতে যেমন দাপট, চেহারাও তেমনই সুদর্শন। টি-টোয়েন্টি হোক বা একদিনের আন্তর্জাতিক গিল যেন ব্যাট ধরলেই শতরান। বিশ্বকাপের আসর তিনি একা হাতে মাতিয়ে দিয়েছেন।

রাচিন রবীন্দ্র : তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। মাথায় ঝাঁকড়া চুল মনে করিয়ে দেয় ৯০-এর সচিনকে। আর খেলার ভঙ্গিতেও যেন সেই ভয়ডরহীন ভাব। তারই দাম পেয়েছেন আইপিএলে। তাঁকে প্রায় ২ কোটি টাকা দিয়ে ডেকে নিয়েছে ধোনির চেন্নাই।

মহম্মদ শামি : এই তালিকায় রয়েছেন বিশ্বকাপে ২৪ উইকেট নেওয়া মহম্মদ শামি। কপালজোরে খেলার সুযোগ আসতেই প্রথম সুযোগেই করেছেন বাজিমাত। ভারতের হয়েও দুনিয়াকে সুইং বোলিংয়ের পাঠ দিয়ে চলেছেন তিনি। শামির বোলিংয়ের প্রভাব এতটাই যে, বেশ কয়েকটি ম্যাচে সুযোগ না পেলেও বিশ্বকাপে একাই দখল করে নিয়েছেন ২৪টি উইকেট।

এলভিস যাদব : ইউটিউবার, স্ট্রিমার এবং গায়ক হিসাবে জনপ্রিয় হলেও, সেই জনপ্রিয়তাকে আরও কয়েক ধাপ এগিয়ে দিয়েছে রিয়্যালিটি শো ‘বিগ বস্’। ‘বিগ বস্ ওটিটি ২’ জেতার পর সার্চ ইঞ্জিনে একাই ঝড় তুলে দিয়েছিলেন হরিয়ানার গুরুগ্রামের ইউটিউবার। তাঁর বিষয়ে জানতে কৌতুহলী মানুষ বহুবার হয়েছেন গুগলের দ্বারস্থ।

সিদ্ধার্থ মলহোত্র : অভিনেতা সিদ্ধার্থ ব্যাপক জনপ্রিয় মহিলামহলে। ‘শেরশাহ’ সিনেমাতে তিনি মন জিতে নিয়েছেন সকলের। ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে প্রাণ ঢেলে অভিনয় করেছেন সিদ্ধার্থ। জিতে নিয়েছেন বহু পুরস্কার। সিদ্ধার্থের বিষয়েও জানতে মানুষ বার বার গুগলের দ্বারস্থ হয়েছেন।

তালিকায় এ বার যিনি, তিনি আবার ভারতের জামাই। ব্যাট হাতে ঝড় তুলতে তাঁর জুড়ি নেই। বেঙ্গালুরুর হয়ে আইপিএলে এ বারও তাঁর অপেক্ষায় পথ চেয়ে বিরাট কোহলি। তিনি গ্লেন ম্যাক্সওয়েল। যাকে জাদুকরের শ্রেষ্ঠ প্রদর্শনীর সঙ্গে তুলনা করছেন ক্রিকেট পণ্ডিতেরা।

গ্লেন ম্যাক্সওয়েল : দুরন্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংস ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠদের তালিকায় তাঁকে স্থান করে নিয়েছে। প্রথম অসি ব্যাটার হিসাবে তিনি দ্বিশতরান করেছেন।

ডেভিড বেকহ্যাম : ইউনিসেফের ‘গুডউইল’ দূত হিসাবে বিশ্বকাপের সময় ভারতে এসেছিলেন বেকহ্যাম। কাপ হাতে মাঠে নেমেছিলেন সচিনকে পাশে নিয়ে। এরপর সবেতেই তিনি মধ্যমণি।

সূর্যকুমার যাদব : ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব৷ বিশ্বকাপে তাঁর খেলার ধরন কিছু ক্ষেত্রে সমালোচিত হয়েছে ঠিকই, কিন্তু কুড়ি ওভারের খেলায় তিনিই শ্রেষ্ঠ। তাঁকে জানার আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে।

ট্রাভিস হেড : এই তালিকায় নাম রয়েছে এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের, যাঁর দাপটে ফাইনালে ভারতকে হারতে হয়েছিল অজিদের কাছে। তাঁকে জানার আগ্রহে মানুষ বাবার গুগল সার্চ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments