শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিনোদনস্টার্ককে কিনতে গেলো ২৫ কোটি! ডাঙ্কির প্রথম দিনের আয়ে হবে কি পয়সা...

স্টার্ককে কিনতে গেলো ২৫ কোটি! ডাঙ্কির প্রথম দিনের আয়ে হবে কি পয়সা উসুল? জানুন বিস্তারিত

দুবাইয়ে আইপিএল মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স দল গোছানোই নয়, একেবারে ইতিহাস লিখে ফেলে। মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে নেয়। অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী মহাতারকা পেসার হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। স্টার্ককে কিনতে পকেটে থাকা টাকার বেশির ভাগটাই খরচ করেছে তারা। এর আগে কোনো দিন নিলামে কোনো ক্রিকেটারের দাম ২০ কোটি ছাড়ায়নি। স্টার্কের দাম সবাইকে ছাপিয়ে গেছে।

মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্সকে হারিয়ে বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে নিজেদের দলে নিয়েছে কেকেআর। আইপিএলের নিলামে রেকর্ড গড়েছে কেকেআর। এদিকে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখের নতুন সিনেমা ‘ডাঙ্কি’। সেই সিনেমার প্রথম দিনের আয় কি স্টার্ককে কিনতে যে খরচ হয়েছে তার থেকে বেশি হবে? এই প্রশ্নের জবাব দিলেন শাহরুখ নিজেই। ‘জওয়ান’ ও ‘পাঠান’-এর পর, ‘ডাঙ্কি’ও বক্স-অফিসে ঝড় তুলবে বলে আশাবাদী শাহরুখের ফ্য়ানরা। তেমনই তুষার শর্মা নামের এক ফ্যান শাহরুখকে এক দারুণ প্রশ্ন করে বসেন এক্স অ্যাকাউন্টে।

তিনি প্রশ্ন করেন, ‘‘ডাঙ্কির প্রথম দিনের আয় আর স্টার্ককে কিনতে খরচের মধ্যে কত টাকার তফাত হবে?’’ ভক্তকে জবাবও দেন শাহরুখ। তিনি বলেন, ‘‘এটা কী ধরনের প্রশ্ন ভাই। ডাঙ্কিতে তো টাকা আসবে। ওখানে স্টার্ককে কিনতে তো শুধু গিয়েছে। হা হা।’’ শাহরুখের এই বক্তব্য থেকে পরিষ্কার, দু’টি বিষয়কে এক সারিতে আনতে চাইছেন না তিনি। শাহরুখের এই মজার উত্তর শুনে নেটদুনিয়াতে উঠেছে হাসির রোল। শাহরুখের এই সিনেমাকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে। এই সিনেমাটি সবার মন জয় করতে পারে কিনা এখন তাই দেখার বিষয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments