টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা রনিতকে তাঁর নামের থেকে ‘আদালত’-এর কে ডি পাঠক নামেই সকলে চেনেন। সৌটি জিন্দেগি কে সিরিয়ালের মিস্টার বাজাজের ভূমিকায় তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে ছিল। অভিনয় করেছেন একাধিক বলিউড সিনেমাতেও। ‘অভিনেতা টু স্টেটস’-এর মতো সিনেমাতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে দুবার বিয়ে করেছেন এই অভিনেতা।
প্রথমে দিলীপ কুমারের ভাইঝি জোয়ানা মুমতাজ খানের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। সন্তান জন্মানোর ৬ মাসের মাথায় বিচ্ছেদ হয় তাঁদের। তারপর ২০০৩ সালে তিনি অভিনেত্রী নীলম সিংকে বিয়ে করেন। তারপর তাঁদের একটি কন্যা এবং একটি পুত্র সন্তানও হয়। ২০ বছর পর অভিনেতা ফের বিয়ের পিড়িতে। আসলে দ্বিতীয় পক্ষের স্ত্রীকেই আবার বিয়ে করলেন তিনি। এই তারকা দম্পতি তাঁদের ২০ বছরের বিবাহবার্ষিকীতে আবারও একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন।
রীতি মেনে ২০ বছরের বৈবাহিক সম্পর্ককে অগ্নিসাক্ষী ও মালাবদল করে নতুন করে পরিণয় বন্ধনে আবদ্ধ হলেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেদের বিয়ের মুহূর্ত শেয়ার করেছেন। বিয়ের ভিডিয়ো নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন রণিত। অভিনেতাকে অনেকেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। বিয়েতে সাদা শেরোয়ানি ও লাল ওড়নায় বেশ জমকালো দেখাচ্ছিল রণিতকে। অন্যদিকে নীলম সেজেছিলেন সাবেকি কনের সাজে। লাল লেহঙ্গায় নজর কাড়েন তিনি। তাঁদের এই বিয়ের আসর বসেছিল গোয়ায়।