শুরু হয়ে গিয়েছে জি-২০ সম্মেলন সেখানে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। সম্প্রতি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে কারণ প্রতি বছর জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব পরিবর্তন হয় যেমন গত বছর ভারত দায়িত্বে ছিল এ বছর এই পদটি পেয়েছে ব্রাজিল এবং আগামী বছর পেতে চলেছে দক্ষিণ আফ্রিকা।
২০২৬ সালে সেই সভাপতিত্ব হিসাবে আমেরিকা সম্মেলন করবে। এটি জানার পর চীন আপত্তি জানিয়েছে। যদিও রাশিয়া তাতে সমর্থন জানিয়েছে। তবে চীনের আপত্তি ঘিরে তৈরি হয়েছে অস্বস্তি।জন ফিনার আমেরিকার সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি জানান ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা ব্রিকসের তিন গণতান্ত্রিক সদস্য দেশ চলতি এবং পরবর্তী দুটি জি ২০ পদ পেয়েছে। তারা গোষ্ঠীর সাফল্য যেমন চায় ঠিক তেমনি আমেরিকাও গোষ্ঠীর সাফল্য চায়। আগামী দিনে তাঁরা এই সম্মেলনের আয়োজন করতে ইচ্ছুক। তবে চীনের এ প্রসঙ্গে আপত্তির কারণ কিছু স্পষ্ট করে জানা যায়নি।
রাশিয়া চীনের আপত্তিকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন। তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবারে সম্মেলনে আসেননি কিন্তু তাদের এহেন আপত্তির বেশ অস্বস্তি বাড়াচ্ছে বলেই কূটনৈতিক সূত্রের খবর। আগামী দিনে আদৌতা কার্যকরী হয় কিনা সেটি দেখার অপেক্ষায় রইলাম আমরা।