শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeদেশজি২০-তে আসা বিশ্বনেতাদের স্ত্রীদের জন্য কি উপহার দিল ভারত?

জি২০-তে আসা বিশ্বনেতাদের স্ত্রীদের জন্য কি উপহার দিল ভারত?

নয়া দিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলন নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। সেখানে যোগ দিয়েছিলেন তাবড় তাবড় বিশ্ব নেতারা যেমন বাইডন মাকরঁ সুনকের মতো ব্যক্তিত্বরা। তাঁরা নয়া দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেনশন সেন্টার গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেছেন। সে চিত্র সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।

বিভিন্ন বিষয় নিয়ে যেমন এই সম্মেলনের আলোচনা হবে তেমনি বলে রাখা ভালো আগত বিদেশি অতিথিদের থাকা খাওয়ার উপর বিশেষ নজর রেখেছিল ভারত। এমনকি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নামিদামি উপহার। শুধুমাত্র রাষ্ট্র প্রধানরা নয় তাঁর স্ত্রীরাও পেয়েছেন উপঢৌকন। রাষ্ট্রনেতাদের স্ত্রীদের হাতে একটি নয় তিন তিনটি করে উপহার দিয়েছে ভারত, যে উপহার গুলি দেশের ওই শিল্প এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে। আসুন জেনে নেই কি কি থাকছে, প্রথমত চেরিয়াল চিত্রকলার নিদর্শন যেটি মূলত তেলেঙ্গানার ঐতিহ্য বহন করছে। এই চিত্রকলা হল খাদি কাপড়ের ওপর ভারতীয় পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির চরিত্রকে এঁকে ফুটিয়ে তোলা হয়।

দ্বিতীয়তঃ ধাতব মহিলা মূর্তি যা তৈরি করেছেন ছত্রিশগড়ের কারিগররা। এটি মূলত হরপ্পা সভ্যতার শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত। প্রথমে মাটির পাত্রে মোমের ভাস্কর্যকে ঢেকে রেখে গরম করা হয় মোম গলে গেলে সেই ছাঁচে তরল ধাতু ঢালা হয় পরে তা ঠান্ডা করে মাটির আবরণ ভেঙে ধাতব মূর্তি তৈরি হয়। তৃতীয়ত থাকছে তসর সিল্কের শাল যেটি সুন্দর করে হাতে বোনা হয় বন থেকে প্রাপ্ত পশম দিয়ে। সেই শালগুলিকে গাঁদা ফুলের নির্যাস দিয়ে রং করা হয়। তাতে সুতো ও হাতের কাজ থাকে। তবে এই তিনটে জিনিস একটি সুন্দর নকশা করা ব্যাগের মধ্যে করে তুলে দেয়া হবে বিশ্ব নেতার স্ত্রীদের হাতে যেগুলি তুলে দেয়া হবে মাকরঁদের স্ত্রী এবং সুনকের স্ত্রীর হাতে। এগুলো দেয়া হবে পুসা ক্যাম্পাস নিদর্শনে যখন তাঁরা যাবেন। প্রতীক্ষা আমাদের সকলের যখন ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি বিদেশের হাতেও উজ্জ্বল হয়ে উঠবে। এত বৃহৎ আয়োজন করতে পেরে ভারতও আপ্লুত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments