শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeদেশফের বীরভূমে বোমা উদ্ধার।। গতকালের পর আজ ও জেলায় উদ্ধার হলো দুই...

ফের বীরভূমে বোমা উদ্ধার।। গতকালের পর আজ ও জেলায় উদ্ধার হলো দুই ড্রাম তাজা বোমা।।।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হতেই এবার বোমা উদ্ধার বীরভূম জেলার নানুর ও লোহাগড় গ্ৰামে।

নানুরের বাসাপাড়া সংলগ্ন ব্রাহ্মনখণ্ড গ্রাম থেকে উদ্ধার হল এক ড্রাম তাজা বোমা,গত রাতে সেগুলো উদ্ধার করেছে নানুর থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। তদন্ত শুরু করেছে পুলিশ।

অপরদিকে গতকালকের পাশাপাশি আজ শনিবার ও জেলায় উদ্ধার বোমা।। এবার শান্তিনিকেতন থানার লোহাগড় গ্রামের মাঠের ধার থেকে ২ ড্রাম তাজা বোমা উদ্ধার করে শান্তিনিকেতন থানার পুলিশ। গত কালকের পর আজ কেউ উদ্ধার করে এই বোমা গুলি। কে বা কারা রেখেছে সেই নিয়ে এখনো স্পষ্ট নয়।

তবে অবশ্য পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে বীরভূম জেলার সাধারণ মানুষের কাছে এই সমস্ত ঘটনা যেন সেই ‘সিন্দুরে মেঘের’ আতঙ্কে পরিণত হচ্ছে।যদিও এখনো পর্যন্ত কোন বড়ো ধরনের ঘটনা ঘটেনি, তবুও বারবার বোমা উদ্ধার ঘিরে যে শান্তিকামী মানুষের কাছে যথেষ্ট দুঃশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে তা বলাই যায়।

বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments