রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনএকটাও কথা খরচ না করে আদিপুরুষকে সমালচনা কঙ্কনার

একটাও কথা খরচ না করে আদিপুরুষকে সমালচনা কঙ্কনার

দীর্ঘ বিতর্কের পর গত ১৬ জুন প্রেক্ষাপটে মুক্তি পেয়েছে প্রভাস এবং বলিউড অভিনেত্রী কৃতি সানন অভিনীত আদিপুরুষ। ওম রাউত পরিচালিত এই সিনেমা নিয়ে মানুষের মধ্যে প্রচুর জল্পনা কল্পনা তৈরি হলেও সিনেমাটি মুক্তির আগে তেমনভাবে দর্শকের মন জয় করতে পারেনি। আধুনিকতার মোড়কে নতুনভাবে এই গল্পটি বলা হলেও তা মানুষের মন ছুঁতে পারেনি।

সমাজ মাধ্যমে কাল থেকেই দেখা গেছে একের পর এক মিম। সাধারণ মানুষের পাশাপাশি এবার বলিউড অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত কোন শব্দ না খরচ করেই সুকৌশলে আদিপুরুষকে সমালোচনা করলেন। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে সনাতনী রামায়ণ- এর একাধিক ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, রাম কা নাম বদনাম না করো। এই বার্তা দেখে বেশ কষ্টই বোঝা যাচ্ছে কার উদ্দেশ্যে এবং কেন এই ছবি পোস্ট করেছেন বলিউডের কুইন।

দিন কয়েক আগে বলিউড পরিচালক নীতেশ তিওয়ারির রামায়ণ নিয়ে নিন্দায় সরব হয়েছিলেন কঙ্গনা। বলিউড অভিনেতা আর রণবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভট্টকে দেখা যাবে রাম এবং সীতা চরিত্রে অভিনয় করতে। এই খবর প্রকাশে আসার পরই রণবীরকে সাদা ইঁদুর বলে উল্লেখ করেছেন কঙ্গনা। এই সমালোচনা দেখে অনেকেই মনে করছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ পারছেন না বলে আরো একবার সমালোচনার মাটিতে নিজেকে শক্ত করার চেষ্টা করছেন কঙ্কনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments