এবার অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলো ভুবনেশ্বরগামী রাজধানী এক্সপ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের সাঁওতালডিহি ক্রসিং-এর কাছে একটি লেভেল ক্রসিং পার হচ্ছিল একটি ট্রাক্টর। ঠিক সেই সময় লাইন ধরে দুরন্ত গতিতে ছুটে আসছিল রাজধানী এক্সপ্রেসটি। লাইন পেরানোর সময় ট্র্যাকটরটির সামনে গেট বন্ধ হতে শুরু করে। চলন্ত অবস্থাতেই গেটে সজরে ধাক্কা মারে ওই ট্রাক্টর।
চলন্ত অবস্থায় গেটে সজরে ধাক্কা মারার সময় ওই ট্রাক্টরের কিছু অংশ লাইনের উপরে ছিল। অন্যদিকে রাজধানী এক্সপ্রেস ছুটে আসছিল ওই লাইন ধরে। ততক্ষণে বন্ধ হয়ে যায় ট্রাক্টরের ইঞ্জিন। চালক পালিয়ে যান সেখান থেকে। লাইনের উপরে ওই ট্রাকটারটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লোকো পাইলট জরুরী ব্রেক কষে দেন। ট্রাক্টরকে ধাক্কা মারার আগেই থেমে যায় রাজধানী এক্সপ্রেস।
বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পায় বটে তবে রাজধানীর গন্তব্যে পৌঁছাতে ৪৫ মিনিট বিলম্ব হয়। অন্যদিকে রাজধানীর সামনে চলে আসা ট্রাক্টর টি বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে করা হয়েছে এফ আই আর। গেটম্যানকেও করা হয়েছে সাসপেন্ড।