শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeকলকাতাএক দফায় পঞ্চায়েত ভোট, দিনক্ষণ ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার

এক দফায় পঞ্চায়েত ভোট, দিনক্ষণ ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার

অবশেষে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই ১ দফায় ভোট হবে রাজ্যে, জানালেন রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ। রাজ্য নির্বাচন কমিশনার বলেন, দার্জিলিং এবং কালিংপংয়ে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৮ জুলাই অর্থাৎ শনিবার। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে আগামী ৯ জুন থেকেই।
তিনি আরো জানান, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাবে তাই রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত কোনো মিটিং মিছিল করা যাবে না।

সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের তারিখ নিয়ে বহুদিন ধরেই দীর্ঘ জল্পনা কল্পনা চলছিল অবশেষে সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করলেন নিযুক্ত নির্বাচন কমিশনার। কমিশনার জানিয়েছেন, আগামী ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং চলবে ১৫ই জুন পর্যন্ত। স্কুটিনির শেষ তারিখ ১৭ জুন। কোন মনোনয়ন প্রত্যাহার করার হলে ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ভোট গণনা বা ফল ঘোষণা করা হবে ১১ জুলাই।

এবছরের ভরা বর্ষায় পঞ্চায়েত ভোটে মোট ২২ টি জেলায় ৩৩১৭ গ্রাম পঞ্চায়েত সামিল হবে। নির্বাচন কেন্দ্র সংখ্যা ৫৮ হাজার ৫৯৪ টি। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩ টি। আগামী ৮ জুলাই এই সবকটি আসনেই এক দফায় ভোট গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments