রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনরূপাঞ্জনার সব অভিযোগ মিথ্যা, গর্জে উঠলেন আর্টিস্ট ফোরাম!

রূপাঞ্জনার সব অভিযোগ মিথ্যা, গর্জে উঠলেন আর্টিস্ট ফোরাম!

সম্প্রতি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের একটি সাক্ষাৎকারের ভিত্তিতে গর্জে উঠল পশ্চিমবঙ্গ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে একটি প্রশ্নের উত্তরে অভিনেত্রী রূপাঞ্জনা বলেন, মহামারি পরবর্তী সময়ে অনেক আর্টিস্টকে শিল্পের হিতের বিপরীতে কাজ করতে দেখেছি আমি। প্রযোজকরা ইচ্ছেমতো এক দেড় মাস পর পারিশ্রমিক দেন। অনেক শিল্পীদের অস্তিত্ব এখন সংকটে রয়েছে। অবশেষে বীতশ্রদ্ধ হয়ে সংগঠন ছেড়ে দিয়েছি আমি।

রূপাঞ্জনার এই বক্তব্যের বিরুদ্ধে গর্জে ওঠেন আর্টিস্ট ফোরাম। অভিনেত্রীর বিরুদ্ধে কর্তৃপক্ষ দাবী করে বলেন, ২০২০ সালের মার্চ মাসের পর থেকে রূপাঞ্জনা ফোরামের সদস্য না থাকায় আর্টিস্ট ফোরামের কোন কার্যকলাপ সম্পর্কে কোন ভাবেই অবগত নন তিনি। ফোরামের সদস্য নন এমন কোন শিল্পীর ফোরাম সংক্রান্ত এমন কোন চর্চা আমরা কোনভাবেই বরদাস্ত করব না।

এই বিষয়ে আরো একবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করায় তিনি বলেন, বিজ্ঞপ্তি বিষয়ে এই মুহূর্তে কোন মন্তব্য করতে পারব না কারণ মূল সাক্ষাৎকার এখনো আমার পড়া হয়নি। আমি কাল রাতে হায়দ্রাবাদ থেকে ফিরেছি। সবকিছু ভালো করে পড়ে নি। আমার কথার কোন ভুল মানে ধরা হয়েছে কিনা সেটা আগে আমায় জানতে হবে। সবটা জেনে তবেই মন্তব্য করব আমি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments