সবে চৈত্র মাসের মাঝামাঝি এর মধ্যেই আবহাওয়ার পরিস্থিতি একেবারে পাল্টে গেছে। বসন্ত কাল শেষ হতে ১৫ দিন বাকি কিন্তু মনে হচ্ছে বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠ মাস ঢুকবে। ইতিমধ্যেই পারদ প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি চলে গেছে। মোদ্দা কথা শুরু হয়ে গেছে গ্রীষ্মকাল। ঠিক কি বলছেন আবহাওয়াবিদরা? চলুন জেনে নেওয়া যাক।
আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রা আরও বেশ কিছু ডিগ্রি বৃদ্ধি পাবে। শুক্রবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫° সেলসিয়াস, সর্বোচ্চ ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের শুরুতেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।
বৃহস্পতিবার পানাগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোল বাঁকুড়া বর্ধমান বিষ্ণুপুর মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, দমদমের তাপমাত্রা ৩৫° সেলসিয়াস। তবে গরম বাড়লেও এর মধ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।
শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে, নদীয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। শনিবার প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। সব মিলিয়ে বৃষ্টি হলেও গরম কিন্তু খুব একটা কমবে না বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।