যেকোনো ইন্ডাস্ট্রি তৈরি হয় বিভিন্ন শিল্পীর হাত ধরে। কিন্তু যেভাবে অলিতে গলিতে শিল্পী তৈরি হচ্ছে তাতে কারুর মেয়াদ দীর্ঘস্থায়ী হচ্ছে না। সম্প্রতি এই আলোচনায় কথা বললেন জিৎ গঙ্গোপাধ্যায়। জিৎ বলেন, প্রযুক্তি এবং রিয়ালিটি শো খুব সহজে নতুন শিল্পীদের জায়গা করে দিচ্ছে কিন্তু তারা বেশিদিন টিকে থাকতে পারছে না। আসলে সবটাই অধ্যাবসায়। হঠাৎ করেই চাকচিক্যপূর্ণ জগতের সম্মুখীন হয়ে তারা অনুশীলন করতে ভুলে যাচ্ছে তাই নিজেদের ধরে রাখতে পারছে না তারা।
তবে এর ব্যতিক্রম অবশ্যই আছে যেমন অরিজিৎ সিংহ বা শ্রেয়া ঘোষাল। এই সংগীত শিল্পীরাও রিয়ালিটি শো এর হাত ধরেই উঠে এসেছেন কিন্তু নিজেদের অধ্যাবসায়ের মাধ্যমে তারা আজ জগৎজোড়া খ্যাতি অর্জন করেছেন।। তিনি নিজেও চান নতুনরা জায়গা পাক, কিন্তু ভাইরাল হবার প্রতিযোগিতায় যেভাবে মানুষ নেমে পড়েছে তাতে অধ্যাবসায়ের দিকে নজর থাকছে না কারোর।
সংগীত শিল্পীর কথায়, আমি সৃষ্টিতে বিশ্বাস করি। হাতে করা মূর্তি এবং ছাঁচে বানানো মূর্তির মধ্যে অনেকটাই তফাৎ হবে। যারা আজ সৃষ্টিতে বিশ্বাস করছে না তারাই একসময় অচিরে হারিয়ে যাচ্ছে। আজ রানু মন্ডল বা ভুবন বাদ্যকারের মতো মানুষেরা হঠাৎ করে খ্যাতি অর্জন করতে পারছেন ঠিকই কিন্তু সেই খ্যাতি বেশিদিন ধরে রাখতে পারছেন না, আর এখানেই হয় পার্থক্য।