রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতাসিঙ্গুরের মিষ্টি দই এর পর এবার হুগলির ঘুগনি," বাড়ির থেকেও ভালো", খেয়ে...

সিঙ্গুরের মিষ্টি দই এর পর এবার হুগলির ঘুগনি,” বাড়ির থেকেও ভালো”, খেয়ে বললেন রচনা

দিদি নাম্বার ওয়ান এর মঞ্চ থেকে সোজা রাজনীতির মঞ্চ, আগামী দিনে ভোটের রেজাল্ট কি হবে তা জানা না থাকলেও দিদি নাম্বার ওয়ানের এই দিদিকে নিয়ে কিন্তু এখন উত্তেজনা তুঙ্গে। কিছুদিন আগেই কারখানা নিয়ে মন্তব্য করতে গিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার ঘুগনির প্রশংসা করে আরো একবার খবরের শিরোনাম ছিনিয়ে নিলেন তিনি।

কিছুদিন আগেই সিঙ্গুরের দই খেয়ে মুগ্ধ হয়েছিলেন রচনা। প্রশংসা করেছিলেন গরুর। এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন প্রায়শই ঘোরাফেরা করে।। এবার তৃণমূল প্রার্থী রচনা প্রচারে বেরিয়ে নিজে ঘুগনি খাওয়ালেন সকলকে। তারপর নিজে খেয়ে সেই ঘুগনির প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। কি বললেন রচনা?

বৃহস্পতিবার সকালে পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন রচনা। সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাড়িয়ে পড়েন তিনি। সেখানে দাঁড়িয়ে নিজেই তিনি ঘুগনি খান তো বটেই দলীয় কর্মীদেরও খাওয়ান। এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে নেমে পড়েন মাঠে।

ক্ষেত মজুদদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়ে ফের গাড়িতে করে শুরু করেন প্রচার। রচনার এই কাণ্ডকারখানা দেখে মূল প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, রচনা নাকি ছুটি কাটাতে এসেছেন। হেরে গিয়ে আবার দিদি নাম্বার ওয়ান চালাবেন। এছাড়াও রচনাকে অনভিজ্ঞ বলে দাবি করেছেন লকেট।

লকেটের এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রচনা বলেন, আমি ছুটি নিতে আসিনি। ও তো ছুটি নিয়েছিলে ৫ বছর আগে। আমি রাজনীতিতে নতুন। কিন্তু মন দিয়ে রাজনীতি করবো এমনটাই ভেবে এসেছি। আর যেটা মন দিয়ে করা যায় তাতেই জয়ী হওয়া যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments