রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতাকলকাতার রুবিতে আরও একটি স্কাইওয়াক তৈরির পরিকল্পনা

কলকাতার রুবিতে আরও একটি স্কাইওয়াক তৈরির পরিকল্পনা

অয়ন্তিকা পাল, ৯ এপ্রিল, কলকাতা : শহরের রাস্তাঘাটে লোকজন ও যানবাহনের সংখ্যা আগের তুলনায় এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে। জনসাধারণের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করেই দক্ষিণেশ্বর কালীঘাটের পরে আরও একটি স্কাইওয়াক তৈরির পরিকল্পনা করছে প্রশাসন।

রুবির মোড়ে যানবাহনের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়ায় পথ চলতি মানুষের রাস্তা পার হওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। কলকাতার ইএম বাইপাসের রুবির মোড় ক্রসিংয়ে তৈরি হতে চলেছে আরও একটি স্কাইওয়াক। রুবির এই ব্যস্ত রাস্তা পারাপারের সমস্যা দূর করার জন্যই এই স্কাইওয়াকের ভাবনা।

অনেকটা বিশ্ববাংলার গেটের মতো বৃত্তাকার গম্বুজ আকৃতির গেট গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে। স্কাইওয়াকের প্রবেশের পথে থাকবে চলমান সিঁড়ির ব্যবস্থা।

জানা গিয়েছে,স্কাইওয়াকের একটি দিক মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত থাকবে। পরিকল্পনা অনুযায়ী, রুবির স্কাইওয়াকে তিনটি লিফট ও আটটি চলমান সিঁড়ি থাকবে। এর কাজ কবে থেকে শুরু হবে সেটি সঠিকভাবে জানা যায়নি এখনো পর্যন্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments