রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeখেলাক্রিকেটঅধিকাংশ ডানহাতিতে ডুবতে চলেছে চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ

অধিকাংশ ডানহাতিতে ডুবতে চলেছে চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ

শ্রেয়সী ভট্টাচার্য্য, কলকাতা : সানরাইজার্স হায়দ্রাবাদের নাম শুনলেই সবার উত্তেজনা বিপুল মাত্রায় বেড়ে যায় এবং বিপরীত দলের বুক কাঁপতে থাকে। কিন্তু ২০২৩সালে টাটা আইপিএল শুরু হবার সাথে সাথে হায়দ্রাবাদ রীতিমত হারার মুখে।যে দল আজ পর্যন্ত চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিয়ে আইপিএলের মঞ্চে দাঁড়াত ,সেই ২০১৬ সালের চ্যাম্পিয়নরা আজ বিদায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।হায়দ্রাবাদের বিখ্যাত কোচ ব্রায়ান লারার মতে , খেলা শুরু হবার প্রকমুহূর্তেই দলের অর্ধেক খেলোয়াড় পরাজিত হবার ফলে আজ দলটি পতনের মুখে।

তবে কোচ টম মুভির হায়দ্রাবাদের একটি খুঁত খুঁজে বের করেছে।হায়দ্রাবাদের অধিকাংশ খেলোয়াড়েরা হল ডানহাতি।এবারের আইপিএলের মাঠে এগারো জন খেলোয়াড়ের মধ্যে লক্ষ্য করা গেছে যে তাদের মধ্যে দশ জনই ডানহাতি আর মাত্র একজন বাঁহাতি।এই ডানহাতি ব্যাট করার কারণে হেরে যাওয়া খুব স্বাভাবিক বলে মনে করেন কোচ।

হায়দ্রাবাদ দলের খেলোয়াড়দের মধ্যে বাঁহাতি হল স্পিনাল ক্রুনাল পান্ডিয়া।অধিকাংশ খেলোয়াড় ডানহাতি হবার কারণে হায়দ্রাবাদ ১২১ রানের মাথায় আউট হয়ে যায়।এর আগের দুই ম্যাচেও তারা আউট হয়ে গিয়েছিল এবং তাদের রানের পরিমাণও ছিল খুব কম।২০২২ সালে হায়দ্রাবাদের এক বিখ্যাত খেলোয়াড় নিকোলাস পূরণ যিনি ছিলেন বাঁহাতি।এবারে তার বদলে হ্যারি ব্রুক নামে একজন খেলোয়াড়কে দলে ঢোকানো হয়েছে যিনি সম্পূর্ণভাবে বাঁহাতি এবং সেই খেলোয়ারের জন্য ৩০ শতাংশের বেশী খরচ করা হয়েছে।

প্রথম ম্যাচে অভিষেক শর্মা ছিলেন বাঁহাতি যাকে সরিয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচে নামানো হল আনমলপ্রিত সিংকে যিনি ছিলেন ডানহাতি।এইভাবে অধিকাংশ ডানহাতি খেলোয়াড়কে মাঠে নামালে ভবিষ্যতে ভুগতে হবে হায়দ্রাবাদকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments