রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনএকেনের পর নতুন অবতারে অনির্বাণ, ওয়েব সিরিজ নিয়ে আসছে হইচই

একেনের পর নতুন অবতারে অনির্বাণ, ওয়েব সিরিজ নিয়ে আসছে হইচই

তিনি একের পর এক বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজের অভিনয় করে গেছেন। এমনকি সমস্ত সমালোচনাকে দূরে রেখে তিনি জটায়ু চরিত্রে অভিনয় করেছেন হাসিমুখে। তবে অনির্বাণ চক্রবর্তীকে আমরা স্থায়ীভাবে একেন বাবু চরিত্রে যেন মিলিয়ে নিয়েছি। যে চরিত্রই তিনি অভিনয় করুন না কেন একেন বাবু চরিত্রটি যেন সবথেকে আলাদা এবং অসাধারণ।

তবে এবার একেবারে নতুন একটি অবতারে হাজির হবেন তিনি। কোন স্বল্প দৈর্ঘ্যের চরিত্র বা খলনায়কের চরিত্র নয় একেবারে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। অনির্বাণকে নতুনভাবে দর্শকদের সামনে হাজির করতে এবার অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।

উল্লাস মল্লিকের উপন্যাস ডুগডুগি অবলম্বনে তৈরি হতে চলেছে এই সিরিজ। এই সিরিজটি দেখা যাবে হইচইতে। এই প্রসঙ্গে পরিচালক জয়দীপ বলেন, ছবি ছাড়াও আমি অনির্বানের অনেক নাটক দেখেছি, তিনি যে অসাধারণ একজন অভিনেতা সেই বিষয় কোন সন্দেহ নেই। ওনাকে নিয়ে অন্য ধরনের কাজ করার ইচ্ছা ছিল তাই এই উপন্যাসটি নিয়ে সকলে সামনে আসছি আমরা।

অবনীশ চরিত্রে অভিনয় করে তুই কেমন লাগলো অনির্বাণের জিজ্ঞাসা করায় তিনি বলেন, চরিত্রটা এতটাই সাধারণ যে কারোর চোখে পড়বে না। বা প্রোফাইল থেকে কলকাতায় চাকরি করতে আসা অতি সাধারণ একজনের মানুষের জীবন পরিবর্তনের গল্প। একেবারে অন্য এক ধরনের চরিত্র।

প্রসঙ্গত, আপাতত ওয়েব সিরিজটির শুটিং চলছে জোর কদমে। সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন বিশ্বনাথ বসু, লোকনাথ দে, শ্রেয়া ভট্টাচার্য, রায়াতি ভট্টাচার্য, অতনু বর্মন সহ আরো অনেকেই। হাওড়ার পাঁচলায় আউটডোর শুটিং শেষে আপাতত ইউনিট কলকাতা বিভিন্ন জায়গায় ইনডোর শুটিং নিয়ে ব্যস্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments