সায়ন নন্দী, কলকাতা : সমাজে নারীদের কে পিছিয়ে থাকার বা পিছিয়ে রাখার যে প্রচলন চলে আসছে , সেই মিথ কে ভেঙে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ MSME Develoment & Faciliation office এবং Netaji Subhash Open University । তারা নারীদের স্বর্নিভর করার লক্ষ্যে নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি র সুভাষ চন্দ্র সভাঘরে ৭২ জন স্বর্নিভর নারী কে নিয়ে একটি সেমিনার আয়োজন করে। সমস্ত নারীরাই এসেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এই সেমিনার এ স্বর্নিভর নারীদের বিভিন্ন হাতের কাজের একটি প্রদর্শনী ও করা হয়। যেখানে তাদের বিভিন্ন হাতের কাজ কে বিশিষ্ট অতিথিদের সামনে তুলে ধরা হয়।
MSME Develoment & Faciliation office এবং Netaji Subhash Open University দ্বারা পরিচালিত এই অনুষ্টানের শুভ উদ্বোধন করেন যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক রঞ্জন চক্রবর্তী । উনি এই অনুষ্টানের শুভারম্ভ করেন। তার সাথে ছিলেন শ্রী ডি মিত্র আইইডিএস এর জয়েন্ট ডিরেক্টর , ভোকেশানাল স্টাডিজ এনএসওউ এর ডিরেক্টর ডঃ অর্নিবান ঘোষ এবং এনএসওউ এর ডিরেক্টর অফ স্কুল ডঃ অথীন্দ্রনাথ দে । সমগ্র সেমিনার এ নারীদের সুরক্ষা সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয় এবং MSME এর বিভিন্ন স্বর্নিভর জাতীয় নারীদের জন্য স্কীম গুলো নিয়ে আলোচনা করা হয়।
ডিজিটাল পদ্ধতির মাধ্যমে , আইন অনুযায়ী ২০১৩ সালে কর্মক্ষেত্রে নারী নির্যাতনের বিরুদ্ধে যে আইন প্রয়োগ করা হয় সেই নিয়ে বিশিষ্ট অতিথিরা আলোকপাত করেন তাদের সাথে আলোচনায়। তাছাড়াও অনুষ্টানে উদ্যোগকারী সংস্হা MSME এর বিভিন্ন নারীদের সুবিধাকারী স্কিম গুলো নিয়ে আলোচনা করা হয়।
বর্তমান সময়ে দাড়িয়ে , যেখানে একটি স্কুল পড়ুয়া বালিকা কে নির্যাতনের সম্মুখীন হতে হয় , দেশে ধর্ষন ও নারীদের ওপর অত্যাচারের পরিমান প্রতিনিয়ত বাড়ছে এবং বিচারব্যবস্হার ওপর মানুষ ধীরে ধীরে ভরসা হারিয়ে ফেলছে । সেই অস্হির পরিস্হিতি তে দাড়িয়ে এ উদ্যোগ কে সাধুবাদ জানানোর ভাষা ও হয়তো কম পড়বে। নারী সমাজ যে দেশের অগ্রগতির প্রতি দায়িত্বশীল এবং দায়বদ্ধ তার সর্ববৃহৎ প্রমান এই কর্মকান্ড।