শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিনোদনজয়তীর বর্ণিত ‘সুযোগ্য গায়িকা’ কে, জানুন বিস্তারিত

জয়তীর বর্ণিত ‘সুযোগ্য গায়িকা’ কে, জানুন বিস্তারিত

আগে থেকে কিছু না বলেই সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর গান বাদ দিয়ে দেওয়া হয়েছে “ইন্দুবালা ভাতের হোটেলে” সিরিজ থেকে। ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে ,”আমি একা চিনি নামের” একটি গান গেয়েছিলেন সংগীত শিল্পী জয়তী চক্রবর্তী কিন্তু তিনি যখন এই সিরিজটি দেখতে বসেন তখন খেয়াল করেন তার গাওয়া গানটি সেখানে নেই।

তাহলে কি সত্যিই তাকে না বলেই তার গাওয়া গানটি বাদ দিয়ে দেওয়া হয়েছে এই সিরিজটি থেকে? কি ঘটেছে ? এই বিষয়ে জানার জন্যই একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় পরিচালক দেবালয় ভট্টাচার্য এবং সংগীত পরিচালক অমিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।

অমিত জানিয়েছেন যে, “এই সিরিজটি মুক্তি পাওয়ার পরে তিনি আর দেখেননি, তাই কি হয়েছে সেটি তিনি একটু বলতে পারবেন না।” প্রশ্ন উঠছে যে একজন সঙ্গীত পরিচালকের কি কোন দায়িত্ব থাকে না যে সেই গানগুলি কিসে ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তরে অমিত জানান, “এই গানটি সিরিজে নেই কিন্তু ইউটিউবের অ্যালবামে রয়েছে। এই গানটি জয়তীদির আগে ঈপ্সিতা মুখোপাধ্যায় গেয়েছিলেন। তবে এই গানটি কেন সিরিজে দেওয়া হয়নি সে ব্যাপারে ভালো করে বলতে পারবেন দেবালয়দা।”

ঈপ্সিতা সম্পর্কে হলেন সংগীত পরিচালক অমিতের স্ত্রী। যদিও এই প্রসঙ্গে দেবালয়ের দাবি যে, ২৪ শে মার্চ এই সিরিজের বাকি অংশটুকু মুক্তি পাবে। তাই এই এই গানটি বাদ দেওয়া হয়েছে কিনা সেটা পরেই জানা যাবে। তিনি জয়তীদির এই গানটি খুব অল্প হলেও রেখেছেন। আসলে তার মনে হয়েছিল যে ওই দৃশ্যে জয়তাদির গাওয়া গানটি ঠিক মত যাচ্ছে না। অবশ্য এখনো পর্যন্ত বেশ কিছু পর্ব মুক্তি পাওয়া বাকি আছে তাই এর আগে বলা সম্ভব নয় যে জয়তীদির গান আদৌ বাদ দেওয়া হয়েছে কিনা।”

এই সিরিজটিতে অমিতের স্ত্রী ঈপ্সিতা আরো অনেক ক’টি গান গেয়েছেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, সংগীত পরিচালকের স্ত্রী গান গাওয়ার জন্যই কি তাহলে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে জয়তীদির গাওয়া গানটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments