গত ৭ মে অর্থাৎ রবিবার NRDO এবং ইনস্টিটিউট অফ স্কিল আয়োজিত অনুষ্ঠিত হলো একটি বিশাল সেমিনার। বেলঘড়িয়ার নজরুল মঞ্চে উপস্থিত হয়েছিল এই সেমিনারটি। বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামিদামি ব্যক্তিত্বরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর দেবাঞ্জন চক্রবর্তী,শ্রীমান বি.বাদনিয়া(রিজিওনাল ডিরেক্টর অফ সেন্ট্রাল ফোরসিস সাইন্স ল্যাবরেটরি কলকাতা), এমডি মিত্র (জয়েন্ট ডিরেক্টর অফিস এম এস এম ই কলকাতা),শ্রীমান অভিক রায়(সেক্রেটারি ভারত চেম্বার অফ কমার্স), উপস্থিত ছিলেন সীতারাম শর্মা, প্রদীপ লোহারিওয়ালা, নরেশ আগারওয়াল, ব্যবসায়ী ভাস্কর ব্যানার্জি, ব্যবসায়ী সুশীল কুমার চৌধুরী। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন সোমনাথ ঘোষ, দীপ সাহা, সবুজ বিশ্বাস এবং সুদীপ্ত ব্যানার্জি।
এই অনুষ্ঠানে পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করা হয়েছিল। আর্থিকভাবে পিছিয়ে থাকা মোট ২০ জন পিছিয়ে পড়া মহিলাদের সেলাই এবং অ্যাপ্লিকের কাজ শেখানো হয়েছিল। সর্বশেষে ওই ২০ জনের মধ্যে পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল ৬ জনকে, যাদের নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। এইভাবে পিছিয়ে পড়া নারীদের উৎসাহিত করার জন্য আয়োজকদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিচারকরা এবং উপস্থিত নামিদামি ব্যক্তিত্বরা। এমন অনুষ্ঠান যেন ভবিষ্যতে বারবার হয় সে বিষয়েও মন্তব্য প্রকাশ করেছেন সকলে।