মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeবিনোদনপশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ, নবান্ন থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ, নবান্ন থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সাধারণ মানুষের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া পরার আশঙ্কাতেই তামিলনাড়ু চেন্নাইয়ের মতো পশ্চিমবঙ্গ দ্য কেরালা স্টোরি ব্যান করে দিল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এই সিনেমা সম্পর্কে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন রাজ্যে এই সিনেমা দেখানো হলে তাতে মানুষের মধ্যে শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভবনা নিশ্চিত কারণ এই সিনেমায় যে বিকৃত ইতিহাস দেখানো হয়েছে তা তিনি কখনোই বরদাস্ত করবেন না। সিনেমা কখনোই এমন হওয়া উচিত নয় যা মানুষের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং মানুষের মধ্যে শান্তি বিঘ্নিত করবে, এমনকি পরবর্তীকালে তিনি আশঙ্কা করেন বেঙ্গল ফাইলস নামেও কোন সিনেমা প্রকাশিত হতে পারে।

ঠিক এর আগে যেমন কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল সমগ্র ভারতে। যেখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে দাবী করা হয়েছিল। এই দ্য কেরালা স্টোরিও একটি ডিস্টর্টেড ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সিনেমা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে কেরলে ও তামিলনাড়ুতে, কারণ কেরলের ধর্মান্তকরণ আর জঙ্গীযোগ প্রসঙ্গ নিয়েই মূল বিষয় এই সিনেমার। গত ৫ই মে ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে আর তার ঠিক তিনদিন পর অর্থাৎ ৮ই মে এই সিনেমাটির সম্পূর্ণ ব্যান করে দিলেন মুখ্যমন্ত্রী ।

তামিলনাড়ুতেও বেশ কয়েকদিন ধরে চলা বিতর্ক অবসান ঘটতেই মাল্টিপ্লেক্সের কর্মীরা এই সিনেমা বন্ধের ডাক দিয়েছেন। চেন্নাইয়েও সেই একই ছবি এই সিনেমার বিরুদ্ধে বেশ কয়েকজন মানুষকে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল এবং সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন তামিল চলচ্চিত্রের বিখ্যাত কয়েক পরিচিত মুখ, তাই একপ্রকার তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় । তাই পরবর্তীকালে যাতে এই সিনেমা নিয়ে আরো বড় ধরনের কিছু ঘটনা না ঘটে যায় সেই কথা মাথায় রেখেই আগেভাগেই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারগুলি যা নিঃসন্দেহে এক সাধুবাদযোগ্য সিদ্ধান্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments