উড়িষ্যায় মহানদীতে নৌকাডুবি হয়ে মৃত্যু হল চারজনের। শুক্রবার ঝারসুগরা জেলায় রাঙালীর সারদা ঘাট এলাকায় নৌকাডুবি হয়ে চারজনের, নিখোঁজ আরো চার মহিলা এবং ৩ শিশু।
পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, শুক্রবার সন্ধ্যায় নদী পারাপার করার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। নৌকায় তখন ছিলেন ৫৮ জন যাত্রী। কয়েকজনকে মৎস্যজীবীরা উদ্ধার করতে পারলেও জলে ডুবে মৃত্যু হয় চারজনের। যাত্রীদের মধ্যে সাতজন জলের স্রোতে ভেসে গেছে, এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি।
দুর্ঘটনাগ্রস্থ নৌকার যাত্রা পার্শ্ববর্তী বারগর জেলায় একটি মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ঘটে দুর্ঘটনা। নৌকাডুবির খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। মৃতদের পরিবারের প্রতিশোধ প্রকাশ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এছাড়া মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা জানিয়েছেন তিনি।