রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিদেশগরমে অভ্যস্ত দুবাই তলিয়ে গেল জলের তলায়, হতভম্ব দেশবাসী

গরমে অভ্যস্ত দুবাই তলিয়ে গেল জলের তলায়, হতভম্ব দেশবাসী

যে দেশ সারাটা বছর উচ্চ তাপমাত্রার জন্য পরিচিত, সেই দেশ এই মুহূর্তে জলের তলায়। তাও আবার একদিনের বৃষ্টিতে। মরুদেশ দুবাই, যাকে আমরা শুষ্ক আবহাওয়ার জন্য চিনেছি এতদিন, সেই দুবাইতে এখন রাস্তায় বেরোলেই এক হাঁটু জল। রাস্তাঘাট তো বটেই এমনকি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও ডুবে আছে জলের তলায়। থমকে গেছে প্রায় গোটা শহর।

দুবাইয়ে ভারী বৃষ্টি খুব একটা হয় না। কিন্তু এই আচমকা বৃষ্টিতে যেভাবে মরুদেশ বিপর্যস্ত হয়ে পড়েছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু নিয়ে। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে বিমানবন্দরে এক সন্ধ্যায় প্রায় কয়েকশ বিমান উঠা নামা করে সেখানে ২৫ মিনিট পুরোপুরি বন্ধ ছিল পরিষেবা।

সমাজ মাধ্যমে দুবাইয়ের বিমানবন্দরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, রানওয়েতে জলের তোরে ঢেউ উঠেছে। চাকা ডুবে গেছে জলের তলায়। পার্কিং লটে ঢুকে গেছে জল। দাঁড়িয়ে থাকা গাড়ির অর্ধেক ডুবে গেছে জলের তলায়। এইভাবে অসময়ে অচেনা অতিথির দৌরাত্ম্য সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে দুবাইবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments