রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতামেয়াদ শেষে চাকরির সঙ্গে দিতে হবে সুদসহ পুরো বেতনের টাকা, নির্দেশ হাইকোর্টের

মেয়াদ শেষে চাকরির সঙ্গে দিতে হবে সুদসহ পুরো বেতনের টাকা, নির্দেশ হাইকোর্টের

এমএসসির প্যানেলের মেয়াদ শেষ হবার পর যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি বাতিল হবে তো বটেই, পুরো টাকা ফেরত দিতে হবে আদালতকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছেন, চার সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন ফেরত দিতে হবে চাকরি প্রার্থীদের।

এই বিষয়ে হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, জনগণের টাকায় বেতন পেয়েছেন চাকরিপ্রার্থীরা। তাই বেতনের সাথে সাথে ফেরত দিতে হবে সুদ। বেতনের পুরো টাকা তারা ফেরত দিচ্ছেন কিনা তা জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়ে সোমবার এমএসসির মামলায় এই রায় ঘোষণা করেছে হাইকোর্ট।

আদালত জানিয়েছে, এই মামলায় তদন্ত করবে সিবিআই। প্রয়োজনে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হতে পারে। ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। এছাড়াও এমএসসির উত্তরপত্র যাতে ওয়েবসাইটে প্রকাশ করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। এর ফলে জনগণ উত্তর পত্র দেখতে পাবেন।

প্রসঙ্গত, সব চাকরি বাতিল হয়ে গেলেও সোমা দাস নামে এক ক্যান্সার আক্রান্ত প্রাপকের চাকরি মানবিকতার খাতিরে বাতিল করা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments