আমরা সকলেই জানি, কাঁচা রসুনের গুনাগুন সম্পর্কে। রোজ সকালে খালি পেটে এক কোয়া, রসুন খেলে শরীর থাকে সুস্থ। তবে আপনি কি জানেন, যে কেউ কাঁচা রসুন খেতে পারেন না। কোন কোন ব্যক্তিরা কাঁচা রসুন খেলে হতে পারে সমস্যা? জানুন বিস্তারিত
চিকিৎসকদের মত অনুযায়ী, কাঁচা রসুন খেলে যাদের পেটের সমস্যা হয় তারা অবশ্যই খাবেন না। যদি খুব সমস্যা না হয় তাহলে অল্প পরিমাণ খেতে পারেন। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কাঁচা রসুন না খাওয়াই ভালো। গরমকালে কাঁচা রসুন খেলে হঠাৎ করে রক্তচাপ বেড়ে যেতে পারে তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা এড়িয়ে চলবেন কাঁচা রসুন।
অতিরিক্ত পরিমাণে রসুন খেলে রক্তে শর্করার পরিমাণ কমে যায় যা সমস্যা তৈরি করতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য। রক্তে শর্করার পরিমাণ যদি হঠাৎ করে কম বা বেশি হয়ে যায় তাহলে অসুস্থ হয়ে পড়তে পারেন মধুমেয় রোগে আক্রান্ত রোগীরা তাই যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত রয়েছেন তারা অবশ্যই এড়িয়ে যাবেন কাঁচা রসুন।
গরমে ঘেমে গেলে শরীর থেকে একটা গন্ধ বের হয়, যদি আপনি কাঁচা রসুন খান, সেক্ষেত্রে এই গন্ধ আরো বেশি করে বের হবে। তাই গায়ের গন্ধ থেকে মুক্তি পাবার জন্য কাঁচা রসুন এড়িয়ে চলাই ভালো।