মালাইকার সঙ্গে প্রায় ১৯ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে রূপটান শিল্পী সূরা খান কে বিয়ে করেন আরবাজ খান। ২০১৬ সালে বিয়ে ভেঙে যায় মালাইকা এবং আরবাজের। তারপর সালমানের দাদার জীবনে একাধিক প্রেম আসে কিন্তু অবশেষে সূরা খানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি।
বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ভালই খবরই ছিল নামে থাকেন আরবাজ খান।। কিন্তু আশ্চর্যজনকভাবে এর আগে তিনি এড়িয়ে যেতেন আলোকচিত্রীদের। কিন্তু দ্বিতীয় বিয়ের পরেই তিনি বদলে গেছেন। দ্বিতীয় স্ত্রী তার স্বভাবে এনেছে পরিবর্তন, নিজের মুখেই স্বীকার করেছেন আরবাজ খান।
তারকাদের ক্যামেরাবন্দি হওয়ার ইচ্ছা হোক অথবা না হোক তাদের ক্যামেরাবন্দি হতে হয়, কারণ তারা পাবলিক ফিগার। যদিও অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন ক্যামেরাবন্দি হতে আবার অনেকে হন না। অনেককে অনুরোধ করতে হয় ছবি তোলার জন্য আবার অনেকে নিজে থেকেই পোজ দেন। আরবাজের ক্ষেত্রেও এমন অনেক বার হয়েছে যে তিনি অনিচ্ছাকৃতভাবে ছবি তুলেছেন বা মেজাজ হারিয়েছেন।
আরবাজের এই মেজাজ শান্ত করেছে তার দ্বিতীয় স্ত্রী সূরা। আরবাজ জানান, শুরুর দিকে তিনি ছবি তুলতে একেবারেই পছন্দ করতেন না। কিন্তু ধীরে ধীরে তিনি সৌজন্যমূলক ভাবে ছবি তোলা শুরু করেন এবং তা শুধুমাত্র দ্বিতীয় স্ত্রীর কারণেই। প্রথম স্ত্রী উনিশ বছরে যা করতে পারেননি, তা দ্বিতীয় স্ত্রী মাত্র কয়েক দিনে করে দেখিয়েছেন বলেই মনে করেন আরবাজ খান।