রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
Homeবিনোদনদুঃসংবাদ! ৪৩ দিনের লড়াই শেষ হলো হাসপাতালেই, প্রয়াত হলেন অভিনেতা পার্থসারথি দেব

দুঃসংবাদ! ৪৩ দিনের লড়াই শেষ হলো হাসপাতালেই, প্রয়াত হলেন অভিনেতা পার্থসারথি দেব

টলিউডে নামলো শোকের ছায়া। প্রয়াত হলেন টলিউড অভিনেতা পার্থসারথি দেব। বিগত কয়েক দিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল অর্থাৎ শুক্রবার ২২শে মার্চ রাতে হাপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বর্তমানে গোটা টলিউড জুড়ে এখন শোকের বাতাবরণ। দীর্ঘ দিন যাবৎ বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি, সিওপিডির সমস্যায় ভুগছিলেন। তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল এবং নিউমোনিয়াও ধরা পড়েছিল। এই সংক্রমণ বুকে ছড়িয়ে পড়েছিল।

চলতি বছরের ৯ই ফেব্রুয়ারি থেকে বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ভেন্টিলেশন সাপোর্টে তাঁকে রাখা হয়েছিল। যদিও তিনি এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন। বিগত কয়েক বছর সিরিয়াল থেকে দূরত্ব বজায় রাখলেও তাঁর বেশ কিছু ছবির ডাবিং বাকি থেকে গেছিল। সব কাজ ফেলে রেখেই না ফেরার দেশে পাড়ি দিলেন এই বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ঘনিষ্ঠমহলে ‘পার্থদা’ নামেই পরিচিত ছিলেন। ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা সিনেমাতে অভিনয় করেছেন তিনি। ‘সত্যজিতের গপ্পো’ সিরিজ়েও অভিনয় করেছিলেন তিনি।

গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ এবং ‘রক্তবীজ’ সিনেমাতেও তাঁকে দেখা গেছিল। সম্প্রতি তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। আর তারপর থেকে তিনি একাই থাকতেন। তিনি ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর সহ-সভাপতি ছিলেন। ফোরামের তরফে গতকাল রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয় যে, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ-সভাপতি পার্থসারথি দেব ২২শে মার্চ রাত ১১টা বেজে ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর অকালপ্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে।’’

এখানে ফোরামের সাধারণ সম্পাদক তথা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, শনিবার ২৩ শে দুপুর ১২টায় টেকনিশিয়ান স্টুডিয়োতে অভিনেতা পার্থসারথির দেহ নিয়ে যাওয়া হবে। তাঁর সহকর্মী, ভক্ত, প্রিয়জনেরা সেখানে গিয়ে মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments