শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিনোদনদোলের দিন অন্য মেজাজে নজর কেড়ে নিলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র

দোলের দিন অন্য মেজাজে নজর কেড়ে নিলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র

আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তাকে দোলের দিন রাস্তায় দেখা গেল। সাধারণের কুর্তা পায়জামা পরে স্কুটি চেপে পাড়ায় পাড়ায় দোল খেলে বেড়ালেন তিনি। হাতের কাছে প্রিয় ‘সমু’কে পেয়ে আনন্দে আটখানা হল গোটা জিয়াগঞ্জবাসী। ঠিকই ধরেছেন কথা বলছি সকলের প্রিয় অরিজিৎ সিং এর।

সোমবার বাড়ি থেকে স্কুটি নিয়ে বের হতেই তাকে ঘিরে ধরে একদল তরুণ তরুণী। প্রিয় দাদাকে আবিরে মাখিয়ে দেওয়ার জন্য আবদার করে সকলে। দাদাও না বলেন না। শুধু রং মেখে নয় সকলের সঙ্গে সেলফি তুলেও তাদের আবদার মেটান অরিজিৎ। তবে শুধু অচেনা ব্যক্তি নয়, ছোটবেলার বন্ধুদের সঙ্গেও দোলের আনন্দে মেতে উঠলেন এই সংগীতশিল্পী।

বিদেশে অনুষ্ঠান শেষ করে সম্প্রতি মুম্বাইতে ফিরেছেন অরিজিৎ। হাজারো ব্যস্ততার মধ্যে সময় বের করে, জিয়াগঞ্জে নিজের বাড়িতে এসেছেন দোল উৎসব পালন করতে। সকাল সকাল দোলের উৎসবে মেতে ওঠার জন্যই তাই পাড়ায় বেরিয়ে পড়েন তিনি। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সকলের সঙ্গে রং মেখে দোল উৎসব পালন করেন অরিজিৎ।

প্রসঙ্গত, আর পাঁচটা সঙ্গীত শিল্পীদের মত খ্যাতি অর্জন করার পর নিজের শিকড়কে ভুলে যাননি অরিজিৎ আর সেখানেই তিনি সকলের থেকে আলাদা। জিয়াগঞ্জে পরিবারের সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় তাকে। এক ঝলক দেখে বোঝার উপায় নেই, এই মানুষটাকেই এক ঝলক দেখার জন্য দেশের-বিদেশের মানুষ অপেক্ষা করে থাকেন মাসের পর মাস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments