বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeবিনোদনকাঞ্চনের দেওয়া উপহারেই আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী, কি কি ছিল মেনুতে?

কাঞ্চনের দেওয়া উপহারেই আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী, কি কি ছিল মেনুতে?

আগামী ৬ ই মার্চ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। গত ১৪ই ফেব্রুয়ারি আইনি ভাবে বিয়ে সেরে ফেলেছেন দুজনে কিন্তু সামাজিকভাবে বিয়েটা হয়নি এখনো।

বিয়ের আগের অনুষ্ঠানগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার ছিল শ্রীময়ীর সঙ্গীত এবং মেহেদীর অনুষ্ঠান। শুক্রবার শ্রীময়ী এবং কাঞ্চন খেলেন আইবুড়ো ভাত। উত্তর কলকাতার বাড়িতেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। কেমন লাগছে এখন? কি বললেন শ্রীময়ী?

আইবুড়ো ভাত খেয়ে উঠে আনন্দবাজার অনলাইনকে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্রীময়ী বলেন, আসলে আমাদের ব্যস্ততার কারণেই এই অনুষ্ঠানগুলি আগেভাগে সেরে নিতে হচ্ছে। বিয়ের আগের দিন হয়তো ছুটি পাব না।

মেহেন্দিতে শ্রীময়ী পড়েছিলেন লেহরিয়ার কাজ করা একটি কমলা রঙের লেহেঙ্গা। দুহাত ভর্তি মেহেন্দি। তবে মেহেন্দিতে লেহেঙ্গা পড়লেও আইবুড়ো ভাতের অনুষ্ঠানে একেবারে ঘরোয়া সাজে সেজে উঠেছিলেন নায়িকা। কাঞ্চনের দেওয়া সোনার গয়না আর গলায় আকুন্দ ফুলের মালায় সেজে উঠেছিলেন তিনি। পরনে ছিল গাঢ় গোলাপি রঙে সিল্কের শাড়ি।

আইবুড়ো ভাতে কি কি খেলেন অভিনেত্রী? জিজ্ঞাসা করায় শ্রীময়ী বলেন, পাঁচ রকম ভাজা শাক ডাল সুপ্ত পটল আলুর দম পাবদা মাছ মাছের মুড়ো ভাজা, চাটনি এবং দই মিষ্টি। বাঙালি খাবার খেতে আমি পছন্দ করি তাই বিয়ের মেনুতেও রাখা হবে বাঙালি খাবার।

বিয়ের কাজে হবু স্ত্রীকে কতখানি সাহায্য করছেন উত্তরপাড়া বিধায়ক জিজ্ঞেস করায় অভিনেত্রী বলেন, সবাই মিলেই করছি। এত বড় কাজ তো আর একা সামলানো যায় না। তবে আত্মীয়-স্বজন চলে এসেছেন ইতিমধ্যেই। সবাই মিলেই কাজ করছেন। আমার বাড়ি এখন পুরো জমজমাট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments