আজ অর্থাৎ বৃহস্পতিবার ছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষ হবার পরেই সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু জানিয়ে দিলেন আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩রা মার্চ। শেষ হবে ১৮ই মার্চ।
সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, এবারের উচ্চ মাধ্যমিকের সারা রাজ্যে মোট ৪১ জনের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। তারমধ্যে ২৫ জন ছাত্রী এবং ১৬ জন ছাত্র। এই ছাত্র-ছাত্রীদের প্রত্যেকের কাছেই মোবাইল ফোন পাওয়া গিয়েছিল। নিয়ম ভঙ্গ করার অপরাধে এই ছাত্রছাত্রীদের পরীক্ষা বাতিল করে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় একাধিক নিরাপত্তা নেওয়া হয়েছিল। এতকিছুর পরেও মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে উঠে আসে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য একটি ইউনিক নম্বর চালু করা হয়েছিল যাতে ছাত্রছাত্রীরা কোনভাবেই প্রশ্নপত্র ফাঁস না করতে পারে।