এবার বিচার সভা ছেড়ে দিয়ে তিনি প্রবেশ করতে চলেছেন রাজনীতিতে, রবিবার এমনটাই কথা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানালেন, তিনি বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন এবার। রাজনৈতিক ক্ষেত্রেই তিনি প্রবেশ করতে চলেছেন বলে জানিয়েছেন।
রবিবার এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিচারপতি জানিয়েছেন, কলকাতা হাইকোর্টে তার শেষ দিন হবে সোমবার। এই দিন হাতে যে কটি মামলা রয়েছে সে কটি তিনি ছেড়ে দেবেন। তারপর মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠাবেন।
কিন্তু কোন বৃহত্তর ক্ষেত্রে যোগ দিতে চলেছেন তিনি? রাজনীতির ইঙ্গিত দিয়ে বিচারপতি বলেন, যদি আমি কোন রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয় তাহলে আমি বিবেচনা করে দেখব।
রাজ্যের শাসকদলের সমালোচনা করে বিচারপতি বলেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ছেয়ে গেছে। আদালতের পরিসরে থেকে আমি সাধারণ মানুষের কাছে পৌঁছোতে পারছি না। রাজ্যের যেভাবে অপমানজনক অধ্যায় চলছে, এমন কথা আমি মৌর্য সাম্রাজ্য চলাকালীন শুনেছিলাম।
তিনি আরো বলেন, যারা শাসক হিসাবে রয়েছেন তারা রাজ্যের উপকার করতে পারবেন বলে মনে হয় না আমার। তাদের ওপর করা প্রহরা দরকার। আমি শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বলব সঠিক সিদ্ধান্ত নিতে। বর্তমান শাসক দলের অনেকেই আমাকে চ্যালেঞ্জ করেছিলেন, চ্যালেঞ্জের মাধ্যমে যে আহ্বান তারা জানিয়েছিলেন সেই আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমি এর জন্য অবশ্যই শাসক দলকে অভিনন্দন জানাবো।
প্রসঙ্গত, আগামী আগস্ট মাসে পদত্যাগ করার কথা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু তিনি তার আগেই পদত্যাগ করছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তিনি, যার অধিকাংশই শাসকদলের বিরুদ্ধে গিয়েছে। রবিবার শাসক দলের বিরুদ্ধেই কথা বলতে শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তবে তিনি কোন রাজনৈতিক দলে প্রবেশ করবেন তা এখনো জানা যায়নি।