বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বেন স্টোকাস ও লিভিংস্টোন। তাঁরা দুজনেই মুখোমুখি হতে পারতেন মর্মান্তিক কিছুর কারণ দিল্লিতে সদ্য বিশ্বকাপ খেলতে হাজির হয়েছিল ইংরেজ দল আর দিল্লী পৌঁছেই লিভিংস্টোন ও বেন স্টোকাস দুজনে মিলে দিল্লির শহরে অটো করে ঘুরে বেড়াচ্ছিলেন। তাদের গত ১৫ অক্টোবর ছিল ম্যাচ খুব সম্ভবত এই দুর্ঘটনাটি ঘটেছিল ম্যাচের আগে কিংবা পরে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
শুধুমাত্র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছিল যাতে দেখা যাচ্ছে তাঁরা যে অটোতে বসেছিলেন সেই অটোর খুব কাছ ঘেঁষে একটি গাড়ি সজোরে বেরিয়ে যায়। ওই অটোচালক কোনমতে নিজের অটো রক্ষা করে গাড়ির সামনে থেকে। ঐ অটোতে এছাড়াও ছিলেন তাঁদের কন্ডিশনিং কোচ এবং তাঁরা চেহারায় যথেষ্ট বড় হওয়ায় তাদের তুলনায় অটোটি বেশ ছোটই হয়ে পড়ে। ওই অটোটিতে তিন জনে যথেষ্ট কষ্ট করেই বসে ছিলেন। এমতাবস্থায় ওই গাড়িটি যেভাবে তাদের অটোর কাজ ঘেঁষে বেরিয়ে যায় তা অত্যন্ত ভয়ংকর কিছু ঘটতে পারতো কারণ গাড়িটির গতিবেগও যথেষ্ট বেশি ছিল।
এই ঘটনাটি ইংল্যান্ডের ভারত সফরের বিভিন্ন ঘটনার সাথে দেখানো হয়েছে।তবে এখনো স্পষ্ট নয় সংস্থার প্রচারের জন্য এই ভিডিওটি বানিয়েছেন কিনা। পাশাপাশি ইংল্যান্ড আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে একের পর এক হার এটাই প্রমান দেয় যে ইংল্যান্ড দল নিজের ফর্মে নেই। শ্রীলংকার বিরুদ্ধেও ১৫৬ রানের ইনিংসের শেষ হয়ে গিয়েছে ইংল্যান্ডের খেলা। শেষ পর্যন্ত এখনো কি ঘটে তার দিকে নজর থাকবে আমাদের কারণ এই ম্যাচ হারলে ইংল্যান্ডের জন্য সেমিফাইনালে ওঠা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। আর মাত্র কিছুক্ষণের পরেই জানা যাবে ইংল্যান্ড তাদের শেষ চেষ্টায় সফল হয় কিনা।