এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলাম আমরা সকলে যা কেউ কখনো দেখেওনি আর শোনেওনি। আমরা সকলেই জানি সন্তান জন্মবার পর তাঁর নামকরণের একটি বিশেষ রীতি রয়েছে, বাবা-মায়েরাই তাঁর সন্তানের নাম ঠিক করে থাকেন। আর সেই নামকরণকে ঘিরে হাইকোর্টে মামলা দায়ের হলো। ঘটনাটি কেরলের, যেখানে বাবা-মার বচসার জেরে জেরবার সদ্যজাত সন্তানের জীবন।
প্রথমে সন্তানের মা সন্তানের নাম রাখে পূণ্য কিন্তু তা নিয়ে বাদ সাধে সন্তানের বাবা। জানা যায় বাবা-মা এক ছাদের নিচে থাকেন না বহুদিন অথচ তাদের সন্তানের নামকরণ নিয়ে তাদের মধ্যে রয়েছে দ্বন্দ্ব। তাই অবশেষে সিদ্ধান্ত নেয় কেরল হাইকোর্ট তারা ঠিক করেন সন্তানের নাম কি হবে। বিচারপতি বেচু করিয়ান টমাস সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে এ হেন সিদ্ধান্ত নেয় যাতে করে বাবা-মার অশান্তি সন্তানের জীবনে প্রভাব না ফেলে। সন্তানের মা নাম রাখতে চান পুণ্য অপরদিকে শিশুটির বাবা নাম রাখতে চান পদ্ম। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব যাতে করে শিশুটির জীবন ছারখার হয়ে যাওয়ার উপক্রম।
তাই সকলের আদালতের কাছে একটাই বিনীত আবেদন অবিলম্বে আদালতের নির্দেশ মেনে সেই নামই যেন সন্তানের শংসাপত্র থাকে। শিশুটির ভবিষ্যৎ যেন তাঁর নামকরণের জন্য অন্ধকারে ডুবে না যায় এটি আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। যেখানে বাবা-মাকে এ বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন সেখানে তাঁরাই একে অপরের দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এভাবে শুধুমাত্র একটি মাত্র শিশু নয় এমন হাজারো শিশুর জীবনে অন্ধকারের ছায়া নেমে আসছে। এ সম্পর্কে অবিলম্বে আমাদের সচেতন হওয়া প্রয়োজন।