বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeবিনোদনবিরাট-অনুষ্কার সংসারে আসছে ভামিকার খেলার ছোট্ট সঙ্গী

বিরাট-অনুষ্কার সংসারে আসছে ভামিকার খেলার ছোট্ট সঙ্গী

বলিউড অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক তৈরি হওয়া বলিউডে কোন নতুন কথা নয়। তেমনি একটি পাওয়ার কাপল হলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। গত পাঁচ বছরের বিবাহিত জীবনে একটি ছোট্ট কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অনুষ্কা যার বয়স বর্তমানে ২ বছর। তবে ভাবিকার দু’বছর সম্পন্ন হওয়ার সাথে সাথেই আরো একটি নতুন খবর দিলেন অভিনেত্রী অনুষ্কা।

গত কয়েক মাস ধরে অনুষ্কা নিজেকে মিডিয়ার আড়ালে রেখেছিলেন এমনকি স্বামীর সঙ্গে কোন ক্রিকেট সফরেও যাচ্ছিলেন না তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্লিনিক এর বাইরে দেখা যায় এই দম্পতিকে এবং তারপর থেকেই জল্পনা কল্পনা শুরু হয় এই দম্পতিকে নিয়ে। মুম্বাইয়ের হাসপাতালের বাইরে যখন এই দম্পতিকে দেখা যায় তখন বিরাট কোহলি নিজে থেকেই বলেন যেন কেউ কোনো ছবি না তোলেন এবং সঠিক সময় এলেই সবাই জানতে পারবেন সবকিছু। এই কথা শোনার পর থেকেই কিছুটা হলেও সবাই আন্দাজ করেছিলেন যে তাহলে হয়তো খুশির খবর খুব শীঘ্রই শোনাচ্ছেন কোহলি দম্পতি।

সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, এই বছরের শেষের দিকেই দম্পতি খুশির খবর শোনাবেন। তবে এর মধ্যেই গণেশ পূজার অনুষ্ঠানে ঢিলেঢালা চুরিদারে দেখা গেছে অভিনেত্রীকে যা দেখে বোঝাই যাচ্ছে, ক্যামেরার থেকে আড়ালে রাখতেই এমন পোশাক নির্বাচন করেছেন অনুষ্কা।।

২০১১ সালে ভামিকার জন্ম হওয়ার পর সেই ভাবে মেয়েকে ক্যামেরার সামনে আনেননি এই দম্পতি। মেয়ের দু’বছর হতে না হতেই এবার মেয়ের খেলার সঙ্গী আনার সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্কা এবং বিরাট অর্থাৎ দ্বিতীয়বারের জন্য বাবা মা হতে চলেছেন এই দম্পতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments