শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeদেশডুবে গিয়েছে সেনার ৪১টি গাড়ি, ভয় ধরাচ্ছে বিধ্বস্ত সিকিমের ছবি

ডুবে গিয়েছে সেনার ৪১টি গাড়ি, ভয় ধরাচ্ছে বিধ্বস্ত সিকিমের ছবি

বর্তমানে একনাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে বিধ্বস্ত সিকিম। প্রবল বৃষ্টির ফলে মেঘ ফেটে কয়েক ঘন্টার মধ্যে বাংলার লাগুয়া দেশের উত্তরের এই ছোট রাজ্যটিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সব সময় ভ্রমণকারীরা তিস্তাকে শান্ত অবস্থায় দেখেছেন, কিন্তু বর্তমানে তিস্তা এখন প্রবল গর্জনে ফুঁসছে।

যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বন্যার ফলে ভেসে গিয়েছে বেশ কয়েকটি গ্রাম। তার সাথে ভেসে গেছে বাড়ি, গাড়ি এবং সেনা ছাউনি। খবর সূত্রে জানা গেছে জলের তোরে ভেসে গিয়েছে ২৩ জন সেনা জওয়ান, যাদের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়াও সিকিমের বহু গ্রামের বাসিন্দাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

হঠাৎ করেই বুধবার ভোরে এইরকম বিপর্যয় নেমে আসে সিকিমে। দক্ষিণ লোনক হ্রদটি আসলে হিমবাহের বরফ গলে তৈরি হওয়া যেটিতে মেঘ ভাঙ্গা বৃষ্টি হওয়ার ফলে জল বেড়ে তিস্তার জলকে বাড়িয়ে দিচ্ছে।

এর ফলে তিস্তায় জলের চাপ সামলানোর জন্য জল ছাড়া হয়েছে, যার ফলেই ভেসে গেছে উত্তর সিকিম। খবর সূত্রে জানা গেছে, পনেরো থেকে কুড়ি ফুট উচ্চতায় জলস্তর নামে, তিস্তা এক ধাক্কায় সেই জলস্রোত বেড়ে যায়। সেই জলে ভেসে যায় ঘরবাড়ি, রাস্তা।

দেখা যাচ্ছে কোথাও রাস্তা ভেঙ্গে ভাগ হয়ে গেছে তো আবার কোথাও দেখা যাচ্ছে ঢালাই করার রাস্তা ৯০% ধসে গেছে। জানা গেছে উত্তর সিকিমের সিংতাম এর কাছে বরদাংয়ের সেনা ছাউনিতে কাদা জলের নিচে ডুবে গেছে সেনাবাহিনীর প্রায় ৪১ টি গাড়ি, চারিদিকে দেখা যাচ্ছে বাড়ির নিচের তলা জলে ডুবে গেছে। জানা গেছে সিংথামে তিস্তার উপর একটি ফুটব্রিজ ছিল যেটা জলের তরে ভেঙে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments