রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Homeভাইরালকপিল দেবকে অপহরণ করা হয়েছে, উদ্বেগ পূর্ব দিল্লির সাংসদ গম্ভীরের

কপিল দেবকে অপহরণ করা হয়েছে, উদ্বেগ পূর্ব দিল্লির সাংসদ গম্ভীরের

সম্প্রতি গৌতম গম্ভীর একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে অপহরণ করা হচ্ছে কপিল দেবকে, অন্তত ভিডিও দেখে এমনটাই মনে করা হচ্ছে। তবে এই প্রসঙ্গে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ প্রশ্ন করেছেন, গৌতম গম্ভীর কি একমাত্র যিনি এই ভিডিওটি পেয়েছেন?

যে ভিডিওটি গৌতম গম্ভীর প্রকাশ করেছেন সকলের সামনে সেখানে দেখা যাচ্ছে, কপিল দেবের মত দেখতে একজনকে হাত এবং মুখ বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যক্তিটি বার কয়েক অসহায় ভাবে পিছনের দিকে তাকিয়েছেন। তবে এই ব্যক্তি সত্যি কপিল দেব নাকি অন্য কেউ তা জানা যায়নি এখনো।

ভিডিওটি পোস্ট করে গৌতম গম্ভীর লিখেছেন, এই ভিডিও কি আর কেউ পেয়েছেন? ভিডিওটি আশা করি কপিল দেবেন নয়। আশা করি উনি সুস্থ রয়েছেন।

তবে কপিল দেবের ম্যানেজার রাজেশপুরই এই ঘটনাটির নেপথ্যে কি রয়েছে তা প্রকাশে এনেছেন সম্প্রতি। তিনি জানিয়েছেন, ভিডিওটির ব্যক্তি কপিল হলেও তিনি অপহৃত হননি এটি পুরোটাই একটি বিজ্ঞাপনের অংশ মাত্র। কপিল দেব একেবারেই সুস্থ আছেন এবং সমাজ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা একটি বিজ্ঞাপনের অংশ কারণ একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন কপিল দেব।

প্রসঙ্গত, গত শনিবার বারাণসীতে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে দেখা দিয়েছিল। শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার এবং রবি শাস্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কপিল দেব। স্টেডিয়ামে শিলান্যাস করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments