গত ১৩ মে বাগদান পর্ব সেরেছিলেন পরিনীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। তা ঠিক চার মাস পর রবিবার রাজস্থানের উদয়পুরে লেক পিছলার ধারে সাত পাকে ঘুরলেন এই প্রেমিক যুগল। তাই এক সপ্তাহ ধরে বিয়ের নানা অনুষ্ঠান চলছিল রাজস্থানের উদয়পুরে। সোমবার সকালে নিজের বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন নব দম্পতি যা দেখে মুগ্ধ হয়ে যান সকলেই।
তবে এই বিয়েতে একটি জিনিস সকলে লক্ষ্য করেছিলেন সেটি হল পরিণীতির বিয়েতে প্রিয়াঙ্কার অনুপস্থিতি। যেহেতু পরিনীতি প্রিয়াঙ্কার ছোট বোন তাই সকলেই আশা করেছিলেন সুদূর আমেরিকা থেকে একমাত্র ছোট বোনের বিয়েতে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা কিন্তু তা হয়নি। একদিকে পরিণীতির বিয়ে হচ্ছে অন্যদিকে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়াতে একমাত্র মালতিকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত, এমনটাই দেখা গেছে।
সোশ্যাল মিডিয়াতে প্রিয়াঙ্কার অনুপস্থিতি নিয়ে অনেকেই অনেক রকম কটাক্ষ করেছেন যার মধ্যে কেউ কেউ বলেছেন, নিজের বোনের বিয়েতে এমন কাজ না করলেই পারতেন কিন্তু প্রিয়াঙ্কা তরফ থেকে কোন উত্তর এখনো পর্যন্ত আসেনি।
২০১৮ সালে রাজস্থানের যোধপুরের ভবনে নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। দিদির বিয়েতে কাজ থেকে ছুটি নিয়ে প্রতি দিন দিদির পাশে ছিলেন পরিনীতি। সেই ছোট্ট বোনের বিয়েতে কেন উপস্থিত হলেন প্রিয়াঙ্কা, কি এমন ব্যস্ততা তার তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।