সম্প্রতি বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন ফুটবলের প্রাণ লিওনেল মেসি। নিয়ম ভেঙে অন্য একটি রাস্তায় ঢুকে পড়েছিল মেসির গাড়ি। সেই সময় গাড়িতে ছিলেন মেসি তবে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন তিনি। তবে ট্রাফিক নিয়ম ভাঙ্গার কারণে তিনি শাস্তি পেতে পারেন, যদি না স্থানীয় পুলিশ এই ব্যাপারে কোন পদক্ষেপ না নেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে, মেসির বিলাসবহুল গাড়িটি সিগনাল ভেঙে অন্য রাস্তার দিকে চলে যাচ্ছে। গাড়িটি দ্রুত গতিতে যাচ্ছিল। মেসির গাড়ি ঢুকতে দেখে অন্য গাড়ি গুলি গতি কমিয়ে পাশ কাটিয়ে চলে যায়। অন্য চালকরা সচেতন হয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়।
মিছিল গাড়ির পিছনেই ছিল পুলিশের গাড়ি কিন্তু তারা মেসির গাড়িকে আটকাতে পারেনি। মেসি গাড়িতে ছিলেন ঠিকই কিন্তু তিনি গাড়ি চালাচ্ছেন কিনা তা বোঝা যায়নি ভিডিও দেখে। যদিও ভিডিওর সত্যতা এখনো যাচাই করা হয়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সপরিবারে ফ্লোরিডার একটি শপিংমলে এসেছিলেন মেসি। স্বাভাবিকভাবেই এই মানুষটিকে সামনে দেখতে পেয়ে অবাক হয়ে যান সকলেই। কিছুক্ষণের মধ্যেই ভিড় জড়ো হয়ে যায়। ছবি তোলার অনুরোধ করতে থাকেন সকলেই। সবার সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন মেসি এবং অটোগ্রাফও দিয়েছেন হাসিমুখে। কিছুক্ষণ পরেই কেনাকাটা করে সেখান থেকে বেরিয়ে যান তিনি।