শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeপ্রযুক্তিশুক্রবার চাঁদের উদ্দেশে রওনা দেবে ইসরোর চন্দ্রযান-৩

শুক্রবার চাঁদের উদ্দেশে রওনা দেবে ইসরোর চন্দ্রযান-৩

অপেক্ষার অবসান। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই রওনা দেবে চাঁদের উদ্দেশ্যে। গোটা দেশ আপাতত সেই দিকেই চেয়ে রয়েছে। আমরা কথা বলছি চন্দ্রযান ৩। শুক্রবার ভারতীয় সময় দুপুর ২:৩৫ মিনিট নাগাদ রওনা দেবে শ্রীহরিকোটা সতীশ ধওয়ান স্পেস সেন্টার লঞ্চিং প্যাড থেকে। তবে অতীতের ভুল যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে তা নিয়ে যথেষ্ট গবেষণা করা হয়েছে। চন্দ্রযান ৩ এর কেন্দ্রে থাকছে এলভিএম-৩ রকেট। এটি মূলত শক্তি যোগাবে এবং পৃথিবীর কক্ষপথের বাইরে ঠেলে দেবে চন্দ্রযানটিকে।

আসুন জেনে নেওয়া যাক এলভিএম ৩ সম্পর্কে কিছু কথা। এটি হলো একটি ত্রিস্তরীয় উৎক্ষেপণ যান। এর আগে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ চন্দ্রযাত্রায় ব্যবহার হলেও তেমনভাবে সফল হয়নি। তবে এই রকেটটি আবার বাহুবলি নামেও পরিচিত হয়েছে কারণ এতে রয়েছে দুটি স্তরে কঠিন জ্বালানি এবং একটি স্তরে তরল জ্বালানি। কঠিন জ্বালানিটি জ্বলতে সক্ষম হবে ১২৭ সেকেন্ড ধরে এবং তরল জ্বালানিটি জ্বলবে উৎক্ষেপণের ১০৮ সেকেন্ডের পর থেকে। যাতে করে রকেটটিকে তাঁরা চালনা করতে সক্ষম হবে ২০৩ সেকেন্ড ধরে। যা একেবারেই অবিশ্বাস্য জানা যাচ্ছে গতবার চন্দ্রজান ২ এর পাঠানো অরবিটারের মাধ্যমে এবারে চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে নামবে।

প্রায় দু সপ্তাহ ধরে গবেষণা চলবে। গবেষণায় থাকছে ইসরোসহ নাসা এবং ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থাও। তাই আগামী দিনে তাদের গবেষণায় আরো কি কি নতুন তথ্য পেতে পারি আমরা তারই অপেক্ষায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments