প্রায় বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হয়েছিল গো ইন্ডিয়া ম্যাট্রিমনি- এর শো। বলা হয়েছিল সমকামীদের নিয়ে ছবি তৈরি করা যাবে না। ঘটনার প্রতিবাদী সোমবার উত্তর কলকাতার স্কটিচ চার্যের সামনেই সকলের সামনে দেখানো হলো সেই তথ্যচিত্র। পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পড়ুয়া।
গত ১১ ই জুলাই স্কোরটি চার্জ কলেজে দেখানোর কথা ছিল দেবলীনা মজুমদার পরিচালিত গো ইন্ডিয়া ম্যাট্রিমনি সিনেমাটি। এই নিয়ে পরিচালকের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল লিঙ্গবৈষম্য নিয়ে যারা কাজ করেন তেমন দুই সদস্যের। স্কটিট চার্জ কলেজের মনোবিদ্যা বিভাগ এবং দ্যা ওয়েম্যান এন্ড জেন্ডার ডেভেলপমেন্ট সেল- এর সাথে হাত মিলিয়ে ছিলেন ইতিহাস, দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদস্যরা।
অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল দুপুর ১ টা ৩০ মিনিটে। সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল পোস্টার। কিন্তু সকালে হঠাৎ করে জানানো হয় অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। কলেজের প্রাঙ্গনে সমকামীতা নিয়ে চর্চা উচিত নয় বলে এই অনুষ্ঠান বাতিল করে দেয়া হয়েছে। চার্চ অফ নর্থ ইন্ডিয়া থেকে ফোন আসার পর বাতিল হয়ে যায় এই অনুষ্ঠান। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে যদিও জানানো হয়, বাতিল নয় বরং স্থগিত রাখা হয়েছে ছবির প্রদর্শন
গত এক সপ্তাহের মধ্যে আর কলেজ অথবা চার্চে তরফ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি। পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে। এরই মধ্যে স্কটিশ চার্চের সামনে গো ইন্ডিয়া ম্যাট্রিমনি প্রদর্শনের ডাক দেয় লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে কাজ করা ফেমিনিস্ট ইন রেজিস্ট্যান্স নামে এক সংগঠন। এই ডাকে সারাদিয়ে সোমবার বিকেলে মানবাধিকার নিয়ে সোচ্চার হওয়া বিভিন্ন সংগঠনের সদস্যরা যোগদান করেন। পরিচালকের পাশে দাঁড়ান বহু পড়ুয়া। চার্চের সামনেই সকলে মিলে দেখেন গে ইন্ডিয়া ম্যাট্রিমনি।