রাজ্যের জন্য ফের সুখবর। তৃতীয় বন্ধে ভারত পেল রাজ্য যা ছুটবে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি। এই নিয়ে সেমি হাই স্পিডে ট্রেনের সংখ্যা দাঁড়ালো ৩৪। ২১ টি রাজ্যে পরিষেবা দিচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেস। তবে এই প্রথমবার অসম পেল বন্দে ভারত এক্সপ্রেস। তাই তা নিয়ে উন্মাদনা তুঙ্গে। অসমবাসীরা যথেষ্ট উচ্ছ্বাসিতো এই নিয়ে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করলেন গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। উদ্বোধনের দিন গুয়াহাটি স্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। এবার দীর্ঘ ৪১১ কিলোমিটার পথ অতিক্রম করা হয়ে যাবে অনেক সহজ, মাত্র ৫ ঘণ্টায় যা আগে কখনো সম্ভব হয়নি। এর আগে সবথেকে দ্রুতগামী ট্রেনে গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগতো সাড়ে ৬ ঘন্টা যা এখন থেকে মাত্র ৫ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে।
রেল সূত্র মারফত জানানো হয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেসটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল ৬ টা ১০ মিনিটে ছাড়বে যা নিউ আলিপুরদুয়ার ঢুকবে ৭:৫০ মিনিটে এবং গুয়াহাটিতে পৌঁছবে ১১:৪০ মিনিট। অন্যদিকে গুয়াহাটি থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে বিকেল ৪:৩০ মিনিট নাগাদ যা নিউ জলপাইগুড়ি পৌঁছতে সময় লাগবে রাত ১০টা। শুধুমাত্র মঙ্গলবার বন্ধ থাকবে এই পরিষেবা। এবার জানা যাক এই তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ির ভাড়া সম্পর্কে বিস্তৃতভাবে।
এই ট্রেনের এসি চেয়ার কারের ভাড়া ১২২৫ টাকা আর বিশেষ চেয়ার কারের ভাড়া ২২০৫ টাকা। তবে ভাড়া যাই হোক পরিষেবা যাতে স্বচ্ছ এবং উন্নতমানের হয় সেদিকেই মানুষের এখন চাহিদা এবং সেই চাহিদার উপর ভিত্তি করেই রেল কর্তৃপক্ষ সার্ভিস দিতে বদ্ধপরিকর। আগামী দিনে এই বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা যে ভারতে বাড়তে চলেছে তা নিয়ে কোন দ্বিমত নেই।