শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeকলকাতাবীরভূমের লাভপুরের দরবারপুরে বোমা ও পাঁড়ুই এ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ফের বীরভূমে...

বীরভূমের লাভপুরের দরবারপুরে বোমা ও পাঁড়ুই এ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ফের বীরভূমে তাজা বোমা উদ্ধার

নানুর, দুবরাজপুর, বোলপুর, নলহাটি, রামপুরহাট, লাভপুরের পর আজ ফের তাজা বোমা উদ্ধার হলো বীরভূমের ময়ূরেশ্বর ১নম্বর উচ্চ অওনষষষ অন্তর্গত মল্লারপুরের যবুনি গ্ৰামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয় বোমা গুলি।বোমা গুলিকে নিষ্ক্রিয় করার জন্য মল্লারপুর থানার পুলিশ বোম স্কোয়ার্ড কে খবর দিয়েছে।।। বোমা গুলিকে কে বা কারা কি উদ্দেশ্যে নিয়ে রেখেছিল ওই ব্যক্তির বাড়ি তে এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।।।

কার্যত পঞ্চায়েত নির্বাচনের আগে বলা যেতেই পারে যে বোমার স্তুপে দাঁড়িয়ে এখন বীরভূম, এক মাসে প্রায় ৬ টি জায়গা থেকে উদ্ধার বোমা। পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সাধারণ মানুষের কাছে প্রশ্ন উঠতে শুরু করেছে।। এই যে দিনের পর দিন বোমা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমতো ভাবে আতঙ্কে রয়েছেন বীরভূম বাসি।।।

বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments