১৬ বছরের কিশোরীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল কুড়ি বছরের এক যুবকের উপর। দিল্লির রাস্তায় প্রায় ৩৪ বার কুপিয়ে খুন করা হয় ১৬ বছরের কিশোরীকে। এমন ভাবে আঘাত করা হয় যে আঘাতে তার খুলি গুঁড়িয়ে গেছে। ২০ বছরের এই যুবকের কান্ড দেখে রীতিমতো অবাক হয়ে গেছে পুলিশ কর্তৃপক্ষ।
অভিযুক্তকে উত্তরপ্রদেশের বুলন্দ শহর থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, ওই অভিযুক্তের নাম সাহিল, সে এসি এবং ফ্রিজ মেরামতের কাজ করে। দিল্লির উত্তরের শাহবাদ ডেয়ারি থানায় অভিযোগ দায়ের করেছিল এই কিশোরীর বাবা। যার ভিত্তিতেই সাহিলকে গ্রেপ্তার করা হয়।
এই ব্যাপারে দিল্লি আউটার নর্থের ডিসিপি রবি কুমার সিংহ জানিয়েছেন ,ওই মৃত কিশোরী শাহবাদীর জেজে কলোনির বাসিন্দা। ওই তরুণীর সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল। শনিবার তাদের মধ্যে বচসা হয়,রবিবার এক বান্ধবীর ছেলের জন্মদিনে যাচ্ছিল সেই কিশোরী। পথেই তাকে কোপ মারে সাহিল।
তবে কিশোরীর বাবার দাবি যে সাহিলের কথা তিনি কখনো জানতেন না। তিনি জানতেন নিতু নামের একজনের সঙ্গে তার মেয়ে থাকতেন। বিশেষ পুলিশ কমিশনার দীপেন্দ্র পাঠক এই দোষের জন্য সেই যুবকের কড়া শাস্তির কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যাতে সেই যুবক শাস্তি পায় তার জন্য তারা প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করবেন।
ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে কিশোরীকে প্রায় ৩৪ বার আঘাত করা হয়েছে এবং মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে যার জেরে মাথার খুলি গুড়ো হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপরাজ্যপাল ভিকে সাক্সেনার দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মুখ্যমন্ত্রী উপরাজ্যপালকে কটাক্ষ করে বলেন,” পুলিশের কোন ভয় নেই। লেফটেন্যান্ট গভর্নর স্যার আইন এবং শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনার। কিছু করতে হবে, দিল্লির মানুষকে সুরক্ষিত রাখতে হবে।”