ওয়াটার ফর পিপল ইন্ডিয়া গর্বের সাথে পার করলো ১৫ বছর। সব মানুষের কাছে জল ও শৌচালয় ব্যবস্থা পৌঁছে দেওয়ার মহতি উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিলো পথ চলা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দক্ষতার সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে এই সংস্থা। সমারোহের সাথে সাধারন মানুষ ও সাহায্যকারী সংস্থা গুলিকে নিয়ে অনুষ্ঠিত হয় পঞ্চদশ বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান।
গত ৩রা ও ৪ঠা এপ্রিল ২০২৩ সুন্দরবন অঞ্চলে স্থানীয় মানুষদের নিয়ে ও সরকারী বিভিন্ন আধিকারিকদের সাথে নিয়ে কলকাতায় এই “উল্লাস” অনুষ্ঠান উদযাপন করা হয়। নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, আগামী দিনের কাজের দিশা, প্রতিযোগিতামূলক কর্মসূচি, আলোচনা সভা, সংবর্ধনা, ইত্যাদির মাধ্যমে সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার বোর্ড মেম্বার সহ আমেরিকা থেকে আগত প্রতিনিধিবৃন্দ, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মিশন ডাইরেক্টর সহ একাধিক জেলা আধিকারিক।